Qamrul Islam
11 hrs ·
এটা কি পুলিশ কমিশনার, নাকি হোমগার্ড? হালারপুত গোপালী বলে, ওদের কাছে আগেই তথ্য ছিল! আর মানে ঘটনাগুলো কারা পরিকল্পনা করে ঘটিয়েছে, তা তারা জানে।
খিলগাঁওয়ের ঘটনায় নিহত ব্যক্তির কাছে যে ব্যাগ উদ্ধার দেখানো হয়েছে, সেই ব্যাগ ব্যবহার করে ইন্ডিয়ান আর্টিলারীরা। তাছাড়া মোটসাইকেলটিতে কোনো নম্বর প্লেট নাই, হেভি হুইল, সাধারনত পুলিশ বা আর্মি এগুলা ব্যবহার করে।
আশকোনায় নিহত রফিক দোকানে কাজ করত, পাঁচ দিন আগে থেকে নিখোঁজ। ধারনা করা হচ্ছে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিলো। এই পাঁচদিনেই কারো পক্ষে আত্মঘাতি হামলার ঘটনা ঘটানো অবিশ্বাস্য। কেবল আটক করে অত্যাচার ও শেষে মুক্তির আশা দিয়ে ব্যাগ ধরিয়ে ক্রস ফায়ারে হত্যা করাই সম্ভব। সীতাকুন্ডুতে নিহত দুই খালাত ভাই রাফিদ ও আয়াদ ২০১৬ সালের ৯ আগস্ট থেকে নিখোঁজ। নিহত হবার পরে পুলিশ সরাসরি তাদের স্বজনদের কাছে এসে ডিএনএ স্যাম্পল চাইছে। ফলে এটা পরিস্কার যে, নিহতদের পরিচয় আগে থেকেই পুলিশের জানা ছিল। মোট কথা, এরাও পুলিশের ক্যাপ্টিভ!
...........আমরা নিশ্চিত যে, বিভিন্ন স্থান থেকে নিরিহ মানুষ ধরে জঙ্গি বানাচ্ছে সরকারের বাহিনী, আর একেকটা ঘটনার নামে হত্যা করছে এদের। বন্দীদেরকে এভাবে হত্যা করা পৃথিবীর যেকোনো আইনে অপরাধ। এই খুনি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বিশ্বের শক্তিশালি দেশগুলোকে আহবান জানাই।
সেই সাথে মানুষের স্রষ্টা মহাশক্তিধর আল্লাহতায়লার কাছে মিনতি- মাজলুমকে এভাবে যারা হত্রা করে নিজেদের খায়েশ মিটায়, উদ্দেশ্য পুরন করে- তাদের তুমি ধংস করো।
Is this a Police Commissioner, or a residential guard? This son of my younger brother in law (halarput), Gopali, is stating that they had prior information, this means that the police had pre-planned the attack, as such they knew about it.
The backpack found beside the suicide bomber, in Khilgaon Thana, is a standard issue, used by the Indian Army’s Artillery Corps. The motor cycle, with NO number plates, having heavy wheels, are generally used by the Police or the Army.
Rafiq, killed in Askona used to work in a shop, and went missing five days back. It is presumed that, he was picked up from the streets by the Police; moreover it’s not possible to plan and execute a suicide attack within 5 days. Only under detention and torture, being handed a bag, promise of getting freedom, could he subsequently be killed in an “encounter”.
The two maternal cousin brothers killed in Sitakunda went missing since 09 August, 2016. After their deaths, the Police directly went to their relatives asking for their DNA samples. It’s clear the police knew of their identity beforehand. In other words, they were also captives.
............ we are confident that, innocent people are being picked up from different locations and then branded as “Terrorists” by the Government forces, and in murdered in each such incidents.
Under any globally existing laws killing of any Detainees is a severe criminal offence. We are humbly pleading before the United Nations and all Peace loving Nations to take necessary step against this evil murderous government. We are pleading before Almighty, our noble Creator, The Mightiest, to destroy these evil forces, which satisfy their lust and heinous agenda, by murdering innocent citizens.