What's new

1b defence deal sealed

This is great news for our Bangladeshi brothers and sisters, more protection from the evil Nazi India.

funny-animal-captions-sir-yes-sir.jpg
 
Apart from all these weapon specific comment, one good thing is that Russia is trying to make a relationship with BD in a positive way. Think about the nuclear reactor, that will be a good sign for Russia and BD relationship...I think as i have noted earlier too, BD is such a unique Muslim nation that can do business with every major powers....Good Luck...
 
Thu, 17 Jan, 2013 12:42:27 AM

বাংলাদেশ রাশিয়া থেকে কী কারণে আট হাজার কোটি টাকার অস্ত্র কিনছে?

বদরুদ্দীন উমর

প্রধানমন্ত্রী তার রাশিয়া সফরে গিয়ে ১৫ জানুয়ারি তাদের সঙ্গে এক বিলিয়ন ডলার বা আট হাজার কোটি টাকার এক অস্ত্র ক্রয়চুক্তি করেছেন। এই চুক্তি অনুযায়ী সরকার সামরিক বাহিনীর জন্য নানা ধরনের অস্ত্র আমদানি করবে। এর জন্য রাশিয়া বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে। এই ঋণের সুদসহ অন্য শর্ত সম্পর্কে কোনো রিপোর্ট আজকের (১৬.১.১৩) সংবাদপত্রে না থাকলেও আগের কিছু সূত্র থেকে জানা যায় যে, সুদের হার বেশ উঁচুই রাখা হয়েছে। মোট কথা, ঋণ নিয়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র বাংলাদেশ সরকার রাশিয়া থেকে কেনার ব্যবস্থা এখন চূড়ান্ত করেছে। এছাড়া তারা রাশিয়া থেকে ঋণ নিয়ে ঈশ্বরদী থানার রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার জন্যও চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তি নিয়ে বেশ কিছুদিন থেকেই বর্তমান বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল।

বাংলাদেশ যে এভাবে সম্পূর্ণ বেপরোয়া হয়ে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিষ্প্রয়োজনে অস্ত্র কিনছে এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে দেশ ও জনগণের জন্য বিপদ সৃষ্টি করছে, এটা কোনো অবহেলা বা অগ্রাহ্য করার মতো বিষয় নয়। শুধু রাশিয়ার সঙ্গে এই অস্ত্র ও ঋণচুক্তিই নয়, একইভাবে মাত্র কিছুদিন আগে এরা চীন থেকেও ট্যাঙ্কসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকেও তারা সামরিক জিনিসপত্র কিনেছে। এসব ব্যয় জোড়া দিলে যে পরিমাণ দাঁড়ায় সেটা বাংলাদেশের জন্য এক বিশাল অঙ্ক। তার থেকেও বড় কথা এই ব্যয় বাংলাদেশের জন্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন।

আমরা এর আগেও বাংলাদেশের সামরিক খাতে ব্যয় সম্পর্কে বলেছি যে, দেশ রক্ষার নামে যে ব্যয় করা হয় এবং ক্রমাগত যেভাবে ব্যয় বৃদ্ধি করা হয় তার কোনো যৌক্তিকতা নেই। যৌক্তিকতা নেই এ কারণে যে, বাংলাদেশকে সামরিকভাবে আক্রমণ করার মতো কোনো দেশ এর চারপাশে নেই। সাত সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশ আক্রমণ করতে আসবে এমন কোনো দেশও নেই। কাজেই অন্য দেশের আক্রমণ মোকাবিলার জন্য বাংলাদেশ যে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে চলেছে তা অর্থহীন ও নিষ্প্রয়োজনীয়। কিন্তু যতই অর্থহীন ও নিষ্প্রয়োজনীয় হোক, এই ব্যয় বাংলাদেশ সরকার বেপরোয়াভাবে করেই চলেছে। বর্তমান প্রধানমন্ত্রী এখন রাশিয়া গিয়ে যে চুক্তি করেছেন এটা এই ধরনের অপচয়েরই এক নিকৃষ্ট দৃষ্টান্ত।

বাংলাদেশ ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার দ্বারা বেষ্টিত। ভারত বাংলাদেশ সরকারের পরম বন্ধু দেশ। নেপাল ও ভুটানের পক্ষে বাংলাদেশ আক্রমণের চিন্তা উন্মাদের ব্যাপার। মিয়ানমারের সঙ্গে এটা-ওটা নিয়ে বাংলাদেশের কিছু দ্বন্দ্ব থাকলেও সেটা এমন নয় যে, তার ফলে মিয়ানমার সামরিকভাবে বাংলাদেশ আক্রমণ করতে পারে। এছাড়া অন্য কোনো দেশও নেই যাদের দ্বারা দূর থেকে এসে বাংলাদেশের ওপর সামরিক আক্রমণের সম্ভাবনা। তাহলে কার থেকে দেশ রক্ষার জন্য বাংলাদেশ সরকারের এত বিশাল ও বেপরোয়া অস্ত্র মজুত প্রয়োজন? এই শত্রুর কোনো কথা, কোনো পরিচয় বাংলাদেশ সরকারের থেকেও শোনা যায় না।

তবে শ্রেণীবিভক্ত সমাজে শুধু বাইরের শক্তিই নয়, দেশের ভেতরের শক্তিরও মোকাবিলা করতে হয়। শাসক শ্রেণী যাদের শোষণ করে, যাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সমগ্র শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করে। তাদেরকেও মনে করে নিজেদের শাসন ক্ষমতার বিরুদ্ধে হুমকিস্বরূপ। এ কারণে তাদের দমন করার জন্যও প্রয়োজন হয় বলপ্রয়োগের। এই বলপ্রয়োগ বাস্তবত করাও হয়ে থাকে যা আমরা প্রায়ই প্রত্যক্ষ করি। কিন্তু এখানেও কথা আছে। জনগণের বিরুদ্ধে বলপ্রয়োগের জন্য যে পরিমাণ অস্ত্রশস্ত্র প্রয়োজন তার থেকেও অনেক বেশি এখন সরকারের হাতে আছে। অস্ত্র শুধু এখনই কেনা হচ্ছে না। নিয়মিতভাবে অস্ত্র কিনে সরকারের অস্ত্রভাণ্ডার ভরপুর করে রাখা হয়েছে। এদিক দিয়েও বর্তমান অস্ত্র ক্রয় সম্পূর্ণ নিষ্প্রয়োজন। অথচ এই অস্ত্র ক্রয়ের ব্যাপারটি এখন ঢাকঢোল পিটিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে মনে হয় এটা বর্তমান বাংলাদেশ সরকারের এক বিরাট অর্জন এবং বিজয়!

এখানে অবশ্যই বলা দরকার, এই অস্ত্র ক্রয় এমন সময়ে হচ্ছে যখন ঢাকার রাস্তায় গরিব শিক্ষকরা সামান্য বেতন নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আন্দোলন করছেন। আট হাজার কোটি টাকা দিয়ে নিষ্প্রয়োজনীয় অস্ত্র কেনার জন্য সরকার চড়া সুদে রাশিয়া থেকে ধার করছে, কিন্তু শিক্ষকদের জন্য সামান্য ব্যয়ের ক্ষমতা সরকারের নেই! তাদের মাসিক বেতন নিশ্চিত করার জন্য এমপিওভুক্তির দাবি জানিয়ে রাস্তায় আন্দোলনে নামা, অনশন করাও তাদের মস্ত অপরাধ!! এই ‘অপরাধের’ জন্য সরকার আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠি চালাচ্ছে, তাদের শরীরে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে, তাদের ওপর গরম পানি স্প্রে করছে!!! এর থেকে কি প্রমাণিত হয় না যে, ভোট পেয়ে কেউ ক্ষমতায় গেলে সে জনগণের স্বার্থের প্রতিনিধি হবে এমন কথা নেই। শুধু তা-ই নয়, এর থেকে কি প্রমাণিত হয় না, বর্তমান সংসদীয় ব্যবস্থার চরিত্র এমন যে নির্বাচনের মাধ্যমে জনগণের স্বার্থের প্রকৃত প্রতিনিধি ও তাদের বন্ধু নয়, বরং শত্রুরাই ক্ষমতাসীন হয়?

বাংলাদেশ সরকার যখনই কোনো বড় প্রকল্প ও বিশাল আকারে কিছু কেনার জন্য কোনো বিদেশি সরকার বা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় তখনই তার সঙ্গে দুর্নীতি জড়িত থাকে। অস্ত্র ক্রয় এর মধ্যে একটি। শেখ হাসিনার প্রথম সরকারের সময় নৌবাহিনীর জন্য ফ্রিগেট ও বিমানবাহিনীর জন্য মিগ কেনার সময় দুর্নীতির অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়, যা তিনি দ্বিতীয়বার ক্ষমতাসীন হয়ে আদালতকে দিয়ে খারিজ করিয়ে নেন। এখন রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনার জন্য যে আট হাজার কোটি টাকার চুক্তি হয়েছে এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক আছে কিনা এবং থাকলে তার পরিমাণ কত এ নিয়ে তদন্ত হওয়া দরকার।

শুধু এই অস্ত্র কেনার ক্ষেত্রেই নয়, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যে ৫০০ মিলিয়ন ডলার বা চার হাজার কোটি টাকার ঋণচুক্তি হয়েছে সে ক্ষেত্রেও কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটাও দেখা দরকার। কারণ বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এই প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের (pre-feasibility study) জন্য একশ’ কোটি টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়! অথচ এই বাবত ঋণ নেয়া হচ্ছে চার হাজার কোটি টাকা!! এর থেকেই বোঝা যায় বাংলাদেশে জনগণের সম্পদ কী পরিমাণে লুটপাট ও অপব্যয় হচ্ছে এবং কী পরিমাণ দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার অপরাধীকীকরণ (criminalisation) ঘটিয়েছে।

বাংলাদেশে আজ যতই উন্নতির কথা বলা হোক, এ দেশের জনগণের জীবন এখন দারিদ্র্য ও বঞ্চনার কারণে বিপর্যস্ত। চিকিত্সা এতই ব্যয়সাপেক্ষ যে সাধারণ মানুষ, শতকরা আশিভাগ মানুষের সুচিকিত্সার কোনো সুযোগ ও ব্যবস্থা নেই। এই শীতের মধ্যে গরিবদের কোনো শীতবস্ত্র নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হলেও পুষ্টির অভাবে গরিবদের মধ্যে নানা ধরনের কঠিন রোগের প্রাদুর্ভাব। শহরে হাজার হাজার বাড়ি টাকাওয়ালা লোকদের থাকলেও লাখ লাখ মানুষ ঢাকাসহ অন্যান্য শহরে বস্তিতে থেকে মানবেতর জীবনযাপন করছেন। তাদের কোনো বিশুদ্ধ পানীয়জল নেই, স্যানিটারি ব্যবস্থা নেই, একই ঘরে গাদাগাদি করে তাদের দিনরাত্রি যাপন। এসবই বাস্তব ব্যাপার। গরিবদের স্কুলের গরিব শিক্ষকদের কী অবস্থা এটা আগেই বলা হয়েছে। এসব দিকে সরকারের কোনো দৃষ্টি নেই। তাদের অবস্থা দেখে এবং বড় বড় হামবড়া কথাবার্তা শুনে বোঝাই যায় যে, এসব নিয়ে তাদের কোনো চিন্তা-ভাবনা নেই, তাদের কোনো করণীয় নেই। তারা শুধু নিজেদের, নিজেদের পরিবার ও দলীয় লোক এবং আত্মীয়স্বজনের পকেটভর্তি করতেই ব্যস্ত। এ কারণে তারা যা-ই করে তার সঙ্গে যুক্ত থাকে দুর্নীতি। এই পরিপ্রেক্ষিতে সরকার তার শেষ সময়ে রাশিয়া থেকে অস্ত্র ক্রয় এবং রূপপুরে পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনের জন্য যে চুক্তি করেছে, যে বিশাল ঋণের বোঝা দেশের জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তার সঙ্গে কী পরিমাণ দুর্নীতি জড়িত আছে, এর তদন্ত অবশ্যই হওয়া দরকার।

১৬.১.২০১৩

বদরুদ্দীন উমর: সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল

???????? ?????? ???? ?? ????? ?? ????? ???? ????? ?????? ?????? | ????? | natunbarta.com
 
Regardless of what Badruddin Umar says, we need the weapons. Period. But I would've preferred some much more advanced fighters. If you are gonna spend the money, spend it for the best things you can get your hands at.
 
How long Idune type of people will be in this Forum in order to tarnish the image of our armed forces? These guys want us to be subservient to our neighbours. So, whenever there are news of arms purchases they start spread rumours of corruption as if they were present when the bribe-taking was taking place.
 
If you can order F7 in 2012 what stops you from ordering it in lets say 2014. Either your airforce is retarded or you don't have any money to buy a modern 4th generation plane. With all the Bangladeshi day dreaming about su 30/Mig 29 coming to naught you are calling my post dumb. How frustrated are you?

And regarding we not liking you guys getting close to Russia, With Russians asking for 5% interest on loan that too to buy russian arms (so no competitive pricing) you guys have to go a very very very long way before we get jealous of you guys

The correct answer has been given by someone that because the rate of Russian interest is too hign, therefore, BAF will not buy any jets. That fellow also said, instead, BA will purchase weapons a part of which it will use in the UN missions. This is how BA will pay only one-third of the price directly. I think, this is a good policy. I believe, Russia will someday give us better terms that can be used for purchase of fighters. However, sfter the recent induction of one sq. of BGI, BAF is certainly not really in a hurry.
 
Regardless of what Badruddin Umar says, we need the weapons. Period. But I would've preferred some much more advanced fighters. If you are gonna spend the money, spend it for the best things you can get your hands at.

That was exactly my point since the day this arms deal news came out. Bangladesh needs air defense system, long range MBRL, Mi-28 type helicopter and perhaps hovercraft that Russians are expert on. This loan could have been used for such systems. Instead money will be wasted in some low priority items with gloating interest rate. This financial burden will severly limit future purchasing capability of Bangladesh defense forces.

But one can not ignore other priorities on national level. When almost all sectors of economy and population are struggling, how does this arm purchase stack up against other priorities?

How long Idune type of people will be in this Forum in order to tarnish the image of our armed forces?

You have long history of making up lie. Show where in my post I was turnishing image of armed forces?
 
You have long history of making up lie. Show where in my post I was turnishing image of armed forces?

You yourself are a rumour monger, and, therefore, search out negative news that go against the image of our armed forces. Next thing you do is you post those news here in this forum. While other posters would just disregard such a news, you come out of your way to post those to make the Indians happy. Why someone of our own nationality should dislike our own armed forces?
 
You yourself are a rumour monger, and, therefore, search out negative news that go against the image of our armed forces. Next thing you do is you post those news here in this forum. While other posters would just disregard such a news, you come out of your way to post those to make the Indians happy. Why someone of our own nationality should dislike our own armed forces?

How long Idune type of people will be in this Forum in order to tarnish the image of our armed forces?

Rather than your typical lie, show the proof of your claim that I was "tarnishing image of armed forces".
 
That was exactly my point since the day this arms deal news came out. Bangladesh needs air defense system, long range MBRL, Mi-28 type helicopter and perhaps hovercraft that Russians are expert on. This loan could have been used for such systems. Instead money will be wasted in some low priority items with gloating interest rate. This financial burden will severly limit future purchasing capability of Bangladesh defense forces.

But one can not ignore other priorities on national level. When almost all sectors of economy and population are struggling, how does this arm purchase stack up against other priorities?



You have long history of making up lie. Show where in my post I was turnishing image of armed forces?
So,are you suggesting that we should have bought different weapons or shouldn't have taken the loan in the first place?
 
I did say the same thing "F7 from China"

And regarding JF17 why will you go through all the pain of setting up new infrastructure and training for a plane that is hardly half a generation ahead of F7. Regarding J10 I don't think Bangladesh is getting that in the coming next 10 years.

you have the whole infrastructure and experience of F7. I am pretty sure if your Airforce needs more planes they will order more F7s.

shows indian desperation regarding jf-17 ..............
jf-17 is way better than f-17 if u remove the LCA spectacles ......
jf-17 suits all the countries like bangladesh , egypt etc , cheap and effective .....
 
That was exactly my point since the day this arms deal news came out. Bangladesh needs air defense system, long range MBRL, Mi-28 type helicopter and perhaps hovercraft that Russians are expert on. This loan could have been used for such systems. Instead money will be wasted in some low priority items with gloating interest rate. This financial burden will severly limit future purchasing capability of Bangladesh defense forces.

But one can not ignore other priorities on national level. When almost all sectors of economy and population are struggling, how does this arm purchase stack up against other priorities?

Now where did they say they agreed on a loan? It is a credit line, not a loan. There's a difference :D

Bangladesh was initially offered a loan, however the interest rate was too high and was not deemed feasible considering the number of "hard-loans" Bangladesh now had. So instead, they agreed on a credit line.

And Bangladesh will only be able to access specific weapons systems. We haven't seen any specific items on the list though.
 
So,are you suggesting that we should have bought different weapons or shouldn't have taken the loan in the first place?

Clear intent of enhancing corruption opportunity at cost of disregarding national interest has been evident from terms and the way this deal had been worked out.

First of all, this loan or credit had taken with high percentage interest that should not have done. Instead, low percentage and longer repayment should have been negotiated.

Second, less important and less effective systems are considered for purchase which will be gross misuse of such costly credit/loan.

Third, with such huge amount tied up with low priority defense needs, Bangladesh defense forces will not able to afford essential and immediate needs. That is another cunning way to make our defense force ineffective.

Fourth, Given past record of blatant Awami League corruption with previous Russian arms purchase, this deal should have been more transparent. Instead this deal has become looting contest for ruling Awami League regime for which Bangladeshi people and armed forces would have to suffer.

Fifth, Feasibility study for Nuclear power plant does not take $500 million. And given Padma bridge and other corruption case in front of our eyes, there is no telling wholesale looting planned from $500 million feasibility study.

Sixth, on national level given other dire needs, we also need to ask the question - is purchase of such less important items are necessary with such high percentage credit/loan?

And if you need more clarity read through the article I have posted and answer questions has been raised.
 
Now where did they say they agreed on a loan? It is a credit line, not a loan. There's a difference :D

Bangladesh was initially offered a loan, however the interest rate was too high and was not deemed feasible considering the number of "hard-loans" Bangladesh now had. So instead, they agreed on a credit line.

That credit line or commonly known as suppliers credit are often more costly. Besides, credit or loan both has interest payment attached to it. In fact scope of corruption with credit or suppliers credit is even greater. So why don't you post specific news that this deal is done under credit and what are financial terms of it?
 

Latest posts

Back
Top Bottom