Indian aggression in Bangladesh, assaulted teenage girl
Indian BSF in latest event of aggression intruded 300 meters inside Bangladesh, attacked and assaulted teenage Bangladeshi girl in her own house and ransacked properties. This indian aggression happen in Bangladeshi village in Patagram frontier under Lalmonirhat district. Earlier, a Bangladeshi farmer went to his field to work and indian force prevented him to work on his own field and even intruded inside Bangladesh to chase him.
When villagers resisted indian aggression, indian force ran away. On their way back India force looted 12 goats of villagers.
গ্রামবাসীর প্রতিরোধ : বাংলাদেশের ৩০০ গজ ভিতরে ঢুকে বিএসএফের তাণ্ডব, বাংলাদেশী কিশোরীকে লাঞ্ছিত, লুটপাট
ডেস্ক রিপোর্ট
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তের অন্তত তিনশ’ গজ ভিতরে অনুপ্রবেশ করে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮নং ওয়াডের্র ধবলগুড়ি সীমান্তে বাঙালি বাড়িতে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভাংচুর করে কিশোরীকে লাঞ্ছিত করেছে। কিশোরীর বাবার নাম সিরাজুল ইসলাম মুন্সি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার দিকে বিএসএফের ছয় সদস্যের একটি দল ওই বাড়িতে অতর্কিতভাবে প্রবেশ করে এ ঘটনা ঘটায় এবং অন্তত ১২টি ছাগল লুট করে নিয়ে গেছে বিএসএফ।
অজ্ঞাত এক বাংলাদেশী বাসিন্দা সীমান্তে ৮৩০ নম্বর পিলারের কাছে ঘাস কাটতে গেলে কুচবিহার ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের ললোংগীবাড়ী ক্যাম্পে থেকে সন্দেহ করে পিছু ধাওয়া করে। এ সময় ওই যুবক প্রাণ রক্ষার্থে পালিয়ে ভুট্টাক্ষেতে লুকিয়ে থাকে। তাকে না পেয়ে সীমান্ত লাগোয়া বাংলাদেশী সিরাজুল মুন্সির বাড়িতে ওই ব্যক্তি লুকিয়ে রয়েছে দাবি করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের তিনশ’ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওই বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। সিরাজুলের মাধ্যমিক স্কুল পড়ুয়া মেয়ে বিএসএফকে বাধা দিলে তাকে ধাওয়া করে আটক করে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় তার চিত্কারে এলাকার লোকজন লাঠিসোঠা নিয়ে সীমান্তবাসী বিএসএফ জওয়ানদের ধাওয়া করলে তারা কাঁটাতারের বেড়ার ওপাশে পালিয়ে যায়। যাওয়ার সময় সীমান্তে থাকা বাংলাদেশীদের ১২টি ছাগল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুচলিবাড়ী ও ধবলসূতি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে। জোংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএস অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে হামলা চালিয়ে স্কুল পড়ুয়া তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন ও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিজিবি বিষয়টির ‘কড়া’ প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে ভারতীয় লংলরিবাড়ী ক্যাম্পের বিএসএফকে চিঠি দিয়েছে। এতে সাড়া দিয়ে বিকাল ৫টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠকে বসে উভয়বাহিনী।
ঘণ্টাখানেক বৈঠক চললেও অনুপ্রবেশ ও হামলার বিষয়টি অস্বীকার করে বিএসএফ। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের চুচলীবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল কাদের এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
গ্রামবাসীর প্রতিরোধ : বাংলাদেশের ৩০০ গজ ভিতরে ঢুকে বিএসএফের তাণ্ডব, বাংলাদেশী কিশোরীকে লাঞ্ছিত, লুটপাট
Indian BSF in latest event of aggression intruded 300 meters inside Bangladesh, attacked and assaulted teenage Bangladeshi girl in her own house and ransacked properties. This indian aggression happen in Bangladeshi village in Patagram frontier under Lalmonirhat district. Earlier, a Bangladeshi farmer went to his field to work and indian force prevented him to work on his own field and even intruded inside Bangladesh to chase him.
When villagers resisted indian aggression, indian force ran away. On their way back India force looted 12 goats of villagers.
গ্রামবাসীর প্রতিরোধ : বাংলাদেশের ৩০০ গজ ভিতরে ঢুকে বিএসএফের তাণ্ডব, বাংলাদেশী কিশোরীকে লাঞ্ছিত, লুটপাট
ডেস্ক রিপোর্ট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮নং ওয়াডের্র ধবলগুড়ি সীমান্তে বাঙালি বাড়িতে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভাংচুর করে কিশোরীকে লাঞ্ছিত করেছে। কিশোরীর বাবার নাম সিরাজুল ইসলাম মুন্সি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার দিকে বিএসএফের ছয় সদস্যের একটি দল ওই বাড়িতে অতর্কিতভাবে প্রবেশ করে এ ঘটনা ঘটায় এবং অন্তত ১২টি ছাগল লুট করে নিয়ে গেছে বিএসএফ।
অজ্ঞাত এক বাংলাদেশী বাসিন্দা সীমান্তে ৮৩০ নম্বর পিলারের কাছে ঘাস কাটতে গেলে কুচবিহার ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের ললোংগীবাড়ী ক্যাম্পে থেকে সন্দেহ করে পিছু ধাওয়া করে। এ সময় ওই যুবক প্রাণ রক্ষার্থে পালিয়ে ভুট্টাক্ষেতে লুকিয়ে থাকে। তাকে না পেয়ে সীমান্ত লাগোয়া বাংলাদেশী সিরাজুল মুন্সির বাড়িতে ওই ব্যক্তি লুকিয়ে রয়েছে দাবি করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের তিনশ’ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওই বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। সিরাজুলের মাধ্যমিক স্কুল পড়ুয়া মেয়ে বিএসএফকে বাধা দিলে তাকে ধাওয়া করে আটক করে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় তার চিত্কারে এলাকার লোকজন লাঠিসোঠা নিয়ে সীমান্তবাসী বিএসএফ জওয়ানদের ধাওয়া করলে তারা কাঁটাতারের বেড়ার ওপাশে পালিয়ে যায়। যাওয়ার সময় সীমান্তে থাকা বাংলাদেশীদের ১২টি ছাগল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুচলিবাড়ী ও ধবলসূতি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে। জোংড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএস অতর্কিতভাবে বাংলাদেশে প্রবেশ করে হামলা চালিয়ে স্কুল পড়ুয়া তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন ও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিজিবি বিষয়টির ‘কড়া’ প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে ভারতীয় লংলরিবাড়ী ক্যাম্পের বিএসএফকে চিঠি দিয়েছে। এতে সাড়া দিয়ে বিকাল ৫টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠকে বসে উভয়বাহিনী।
ঘণ্টাখানেক বৈঠক চললেও অনুপ্রবেশ ও হামলার বিষয়টি অস্বীকার করে বিএসএফ। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের চুচলীবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল কাদের এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
গ্রামবাসীর প্রতিরোধ : বাংলাদেশের ৩০০ গজ ভিতরে ঢুকে বিএসএফের তাণ্ডব, বাংলাদেশী কিশোরীকে লাঞ্ছিত, লুটপাট
Last edited: