What's new

Chill Bangladesh Thread

Bangladesh wins 6 medals in Mathematics Olympiad
Was there any Hindu Bangladeshi in the team?

I am asking because if it is then indians will say:
See he is hindu, India is also of hindus so he will move to India. So India won and Bangladesh lost 😂.
 
Masha'Allah glad to have you back. 👍
he should not have been so blatant --crowing verging on mocking, look I am so clever that none can tell I'm a dupe id-- in the open. next time leave it a "secret"
 
I found this sort of hilarious from a passenger on the Dhaka-Barisal Green Line Launch...ah, Bangladesh.... 8-)

12036865_176460256023213_6785153362080407167_n.jpg


12039560_176460096023229_8817779082761453784_n.jpg
 
@Joe Shearer, @Atlas, @bluesky bhais look at this guy's analysis on what constitutes nationalism in Bangladesh. Well said. Sorry Bangla only.

@Bilal9 ভাই, ধন্যবাদ ভিডিও পোষ্ট করার জন্য। উপমহাদেশের চরম বাস্ততবা হল দেশপ্রেম আর জাতীয়তাবাদের মানে উগ্রতা আর ঘৃনা ছড়ানো।

তবে এই কথা আপনি স্বীকার করতে পারবেন না। স্বীকার করলে আপনাকে বিশেষণে বিশেষায়িত (নেম কলিং) করা হবে।

আপনাকে মৌলবাদী ডাকা হবে, যদিও যারা ডাকবে তারাই সবচেয়ে বড় মৌলবাদী। যদিও এই অবস্থার কিছু উন্নতি দৃশ্যমান হচ্ছে, তবু মিডিয়া এখনো এদের কন্ট্রোলে, আর নিকট ভবিষ্যতে এদের হাত থেকে মুক্তির রাস্তা দেখি না আমি ( যেই সরকারই আসুক সবাই এদের কাছে অসহায়)। অবশ্য সাধারণ মানুষ এদের কেয়ার করে না, তবে আপনি যদি কিছুটা ভাল পজিশনে থাকেন,তবে আপনার মুখে তালা মারা বাধ্যতামূলক!

আমি শুধু এটুকুই বলতে চাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। হোক না সে মানুষ বাংলাদেশী, বা পাকিস্তানি বা ভারতীয় বা অন্য কোন দেশের।

আমি ততক্ষণ তাকে সমান চোখে দেখব যতক্ষণ না সে ক্রাইম করছে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হল, বাবার পাপে সন্তান কে ঘৃণা করার শিক্ষাও ইসলাম দেয় না। সেখানে কতিপয় লোকের দুষ্কৃকর্মের জন্য গোটা একটা জাতিকে নিয়ে বিদ্বেষ পোষণের শিক্ষা যদি দেশ প্রেম আর জাতীয়তাবাদের অংশ হয়, তবে আমি বলব যে তেমন দেশপ্রেমিক বা জাতীয়তাবাদী হবার কোন ইচ্ছা আমার কেন ,কোন সুস্থ মানুষেরই থাকা উচিত নয়!

দেশের কথা বাদই দিলাম, আমার পাশের বাড়ির লোক কাউকে খুন বা ধর্ষণ করেছে,সেই দোষ নিশ্চয় আমার বা আমার বংশধরের নয়!

তেমনি আমি যা করি সব ন্যায্য কাজ করি, সেটা আরো বিপদজনক ধারণা! এটা একটা ক্রাইম।

আর এ থেকেই এক দল পাকিস্তানি ( এই ফোরামে) যেমন মুক্তিযুদ্ধের পুরা যুদ্ধাপরাধ কে অস্বীকার করছে ( বেশির ভাগই আমার ব্লক লিস্টে আছে) , ঠিক আমাদের দেশেও এই ধরনের কিছু লোক আছে, যারা বিহারিদের উপর সব ধরণের অত্যাচার কে অস্বীকার করছে। এরা কেউ মানুষ নয়, জাস্ট মানুষের মত দেখতে কিছু হিংস্র জানোয়ার।

সব শেষে এটাই বলতে চাই যে, আমি বিশ্বাস করি, "সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।"! আমাদের সবার আগে উচিত মানুষ হবার চেষ্টা করা।

সেটা না করে যেটা করা হয় সেগুলা আসলে রেইসিজম বা বর্ণবাদ।

বর্ণবাদের নানা ধরণ আছে, শুধু গায়ের রঙের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়। আর এই ঘৃনার চর্চাই মানুষ কে জানোয়ারে পরিনত করে।
 
@Bilal9 ভাই, এই ভিডিওর কথা গুলো মুলত আমারই কথা; বিশেষ করে মুর্তিপুজার ব্যপার টা আমি এখানেই নানা ভাবে বলার চেষ্টা করেছি। যেমন রাজনৈতিক মুর্তি পুজা , ধর্মীয় মোল্লাদের মুর্তি পুজা, মানে এক কথায় পাগলের মত অনুসরণ করে উন্মত্ত আচরণ করা! ফেসবুকে এমন লোক ভুরি ভুরি পাবেন! বড় বড় চোর যারা লাভের আশা করে তারা ছাড়াও সাধারন লোকের সংখ্যাও কম না। তবে এ নিয়ে কথা বলতে গেলে আলোচনা বিশাল আকার ধারন করবে।

বাকিগুলোর সাথেও একমত।

তবে একটা ব্যাপার পরিষ্কার হল না, জানার জন্য প্রশ্ন করছি, জানলে প্লিজ বুঝিয়ে বলবেন।

উপমহাদেশের মত চীনেও কি এই শ্রেনী বৈষম্য আছে, যেমনটা এই ভদ্রলোক দাবী করেছেন? থাকলে আমি অবাক হব!
 
He is right. Aachhey. Tobey mulotoh sreni boishommo. Jati boishommo sub continent er moto otota prokot na.
 
@F-15E Strike Eagle , আইসাই আবার লালবাতি জ্বলছে কেন ভাইজান? নিজের ওয়ার্নিং এর মেয়াদ দেখেন, না হলে এর পর তো আরো লং টাইম লাগবে ফিরতে।

ওয়ার্নিং এর মেয়াদ থাকাকালীন আরেক ওয়ার্নিং খেলে আগের টার সাথে পয়েন্ট যোগ হয়ে দীর্ঘায়িত হয় ব্যাপার টা! মানে ধরেন ৩ পয়েন্ট থাকলে ৪০ দিন পার হবার আগে আরেক ওয়ার্নিং খেলে নতুন ওয়ার্নিং পয়েন্ট পুরাতন গুলার সাথে যোগ হয়!

এগুলো হিসাবে না ধরলে বেশিরভাগ সময় গোলাপি থাকবেন। :(
 
"সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।"!
আপনি ভুল কথা লিখেছেন কেন? "সবার উপরে আমি সত্য তাহার উপরে কেউ নাই " এটাই সত্যি কথা বলে বাংলাদেশের লোকেরা বিশ্বাস করে থাকে । অন্য জাতির ব্যাপারে আমি বিশেষ কথা বলতে বা মন্তব্য করতে আগ্রহী নই। আমাদের নিজেদের সন্বন্ধে কথা বলাই বেশি দরকার। আয়নার সামনে তাকালে আমি আমাদের এই চেহারায় পাই এবং এটাই আমার দেশের লোকের কাছে ভীষণ একটা জাতীয়বাদ।

Joy Bangladesh!!!!!!
 
আপনি ভুল কথা লিখেছেন কেন? "সবার উপরে আমি সত্য তাহার উপরে কেউ নাই " এটাই সত্যি কথা বলে বাংলাদেশের লোকেরা বিশ্বাস করে থাকে । অন্য জাতির ব্যাপারে আমি বিশেষ কথা বলতে বা মন্তব্য করতে আগ্রহী নই। আমাদের নিজেদের সন্বন্ধে কথা বলাই বেশি দরকার। আয়নার সামনে তাকালে আমি আমাদের এই চেহারায় পাই এবং এটাই আমার দেশের লোকের কাছে ভীষণ একটা জাতীয়বাদ।

Joy Bangladesh!!!!!!
কথা আপনি ভুল বলেন নাই। বাস্তবতা কে একটা মাত্র বাক্যে প্রকাশ করে দিয়েছেন!

যতদিন আমরা এই "আমিত্ব" থেকে বের হতে না পারব, আমাদের প্রকৃত অর্থে কোন মুক্তি নেই!

(তবে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, ব্যক্তিগত ভাবে এই কথাটা আমি বিশ্বাস করি, আর সেটাই আগের মন্তব্যে বলেছি।)
 
Last edited:
Today's match was a thriller one.Really
enjoyed it.

Commentary was biased though but again it was a another fun to hear the commentary.
#wonderful match
 
Back
Top Bottom