CaPtAiN_pLaNeT
SENIOR MEMBER
- Joined
- May 10, 2010
- Messages
- 7,685
- Reaction score
- 0
It has been learned that Dipu Moni has not been given any visa for Saudi Arabia yet and Saudi FM has not given any schedule for appointment to dipu moni despitae it was informed to the Saudi Authority last week. Dipu moni is currently staying in Hamburg of Germany for the verdict to be given for the marinate boundary dispute between Bangladesh and Myanmar. Tomorrow she is scheduled to fly for Riyadh of Saudi Arabia where she is supposed to brief Saudi FM about the recent death of Saudi Dipolomat in Dhaka. But this uncertainty of giving visa to Dipu Moni has questioned the tour of Dipu Moni to Suadi Arabia where every one must take visa prior to enter as none is given visa at the arrival.
13 Mar 2012 10:41:35 PM Tuesday BdST E-mail this
সৌদি আরবের ভিসা এখনও পাননি দীপু মনি
???? ????? ???? ???? ????? ???? ???
আনোয়ারুল করিম, ডিপ্ল্যোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তা খুনের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রিয়াদ সফরে যাওয়া নিয়ে দোলাচল শুরু হয়েছে। জার্মানি থেকে বৃহস্পতিবার তার রিয়াদ যাওয়ার কথা থাকলেও এখনও দেশটির কর্তৃপক্ষ থেকে তাকে ভিসা দেওয়া হয়নি, এমনকি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচিও নির্ধারিত হয়নি।
সৌদি বাদশাহকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি দীপু মনির হস্তান্তর করার কথা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যার পর বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে জার্মানি হামবুর্গের পথে রওনা হয়েছেন। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন। বুধবার দুপুরে এর রায় হওয়ার পরই তার রিয়াদ রওনা হওয়ার কথা রয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, দীপু মনি জার্মানি থেকে ফেরার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাওয়ার পরিকল্পনা গত সপ্তাহেই নিয়ে রেখেছেন। সেখানে তিনি খালাফ হত্যার বিষয়ে সৌদি সরকারকে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাবেন।
দীপু মনির সফর উপলক্ষ্যে সেই অনুযায়ী রিয়াদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয় এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণের জন্য চেষ্টা করা হচ্ছে।
দীপু মনির ভিসা না পাওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘যেহেতু দীপু মনি যাদের সঙ্গে দেখা করবেন তাদের সময়সূচি এখনও পাওয়া যায়নি, তাই সৌদি কর্তৃপক্ষ ভিসাও দেয়নি।’
উল্লেখ করা প্রয়োজন, সৌদি আরব তাদের দেশের বিমানবন্দরে পৌঁছার পর কাউকেই ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়না। আগে থেকেই ভিসা নিয়ে রাখতে হয়।
দীপু মনির রিয়াদ সফর নিয়ে দোলাচল প্রসঙ্গে জানতে মঙ্গলবার সন্ধ্যার পর সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে কোনও দোলাচল নেই।’
রাষ্ট্রদূত বলেন, ‘পুরো বিষয়টি আপনি যেভাবে শুনেছেন, সেরকম নয়।’
তিনি বলেন, ‘এখানে প্রটোকল বিভাগের দায়িত্বে থাকা সৌদি আরবের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে আমরা স্বাগত জানাচ্ছি।’
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণ না হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বাংলানিউজকে বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এখন দেশে নেই। তিনি মিশরে রয়েছেন। মিশর থেকে ২/৩ দিনের মধ্যেই ফিরবেন। এরপরই সূচির ব্যাপারটি ঠিক হবে।’
দীপু মনির ভিসার ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘ভিসা পাওয়া বা না পাওয়ার বিষয়টি মুখ্য কোনও বিষয় নয়।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে অহেতুক বিভ্রান্তকর খবর পরিবেশন না করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
13 Mar 2012 10:41:35 PM Tuesday BdST E-mail this
সৌদি আরবের ভিসা এখনও পাননি দীপু মনি
???? ????? ???? ???? ????? ???? ???
আনোয়ারুল করিম, ডিপ্ল্যোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তা খুনের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রিয়াদ সফরে যাওয়া নিয়ে দোলাচল শুরু হয়েছে। জার্মানি থেকে বৃহস্পতিবার তার রিয়াদ যাওয়ার কথা থাকলেও এখনও দেশটির কর্তৃপক্ষ থেকে তাকে ভিসা দেওয়া হয়নি, এমনকি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচিও নির্ধারিত হয়নি।
সৌদি বাদশাহকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি দীপু মনির হস্তান্তর করার কথা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যার পর বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে জার্মানি হামবুর্গের পথে রওনা হয়েছেন। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন। বুধবার দুপুরে এর রায় হওয়ার পরই তার রিয়াদ রওনা হওয়ার কথা রয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, দীপু মনি জার্মানি থেকে ফেরার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাওয়ার পরিকল্পনা গত সপ্তাহেই নিয়ে রেখেছেন। সেখানে তিনি খালাফ হত্যার বিষয়ে সৌদি সরকারকে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাবেন।
দীপু মনির সফর উপলক্ষ্যে সেই অনুযায়ী রিয়াদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয় এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণের জন্য চেষ্টা করা হচ্ছে।
দীপু মনির ভিসা না পাওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘যেহেতু দীপু মনি যাদের সঙ্গে দেখা করবেন তাদের সময়সূচি এখনও পাওয়া যায়নি, তাই সৌদি কর্তৃপক্ষ ভিসাও দেয়নি।’
উল্লেখ করা প্রয়োজন, সৌদি আরব তাদের দেশের বিমানবন্দরে পৌঁছার পর কাউকেই ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়না। আগে থেকেই ভিসা নিয়ে রাখতে হয়।
দীপু মনির রিয়াদ সফর নিয়ে দোলাচল প্রসঙ্গে জানতে মঙ্গলবার সন্ধ্যার পর সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে কোনও দোলাচল নেই।’
রাষ্ট্রদূত বলেন, ‘পুরো বিষয়টি আপনি যেভাবে শুনেছেন, সেরকম নয়।’
তিনি বলেন, ‘এখানে প্রটোকল বিভাগের দায়িত্বে থাকা সৌদি আরবের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে আমরা স্বাগত জানাচ্ছি।’
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণ না হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বাংলানিউজকে বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এখন দেশে নেই। তিনি মিশরে রয়েছেন। মিশর থেকে ২/৩ দিনের মধ্যেই ফিরবেন। এরপরই সূচির ব্যাপারটি ঠিক হবে।’
দীপু মনির ভিসার ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘ভিসা পাওয়া বা না পাওয়ার বিষয়টি মুখ্য কোনও বিষয় নয়।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে অহেতুক বিভ্রান্তকর খবর পরিবেশন না করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২