What's new

Saudi Arabia wants 2 battalions Army from Bangladesh

Undoubtedly. And deal with it.
Well then let me say you something, you like it or not, AL is the future of Bangladesh and BNP soon will be forgotten chapter in Bangladesh like old days Muslim league. So there will be no dividation in future.

So be prepared for supporting jatiyo party who actually made Islam state religion and Friday as holiday. They are nearer to right wing ideology than BNP of Ziaur Rahman, as BNP of Ziaur Rahman was basically a secular party unlike this current jamati version of BNP.
I hope AL -Jatiyo party will not be so much better enemy that Bangladesh needed to be broken in to two.

Do not forget the history of joint Pakistan before 1971.
AL and PPP neighther was right wing political party, but both were sort of leftist in nature. Although many people play ideological card but the reality is different.

Same goes for AL and BNP in Bangladesh , both are secular and one pretend to be Islamic ideological and divide and rule common folks mind, on the other hand AL play chetona card.

That's the reason two same thing should not survive. Otherwise a country will be screwed up. So leftist AL and right wing JP should be major parties.

Already BNP is digging it's own grave ; not going to parliament and not in the ground too.

By the way, I do not see much problem that BD army does this job,
Glad to know this!
 
.
So be prepared for supporting jatiyo party
Jatiyo party is part of greater Awami League. Someday BNP will also go that route. So, no longer division when BNP becomes part of Greater Awami League.
 
.
Jatiyo party is part of greater Awami League. Someday BNP will also go that route. So, no longer division when BNP becomes part of Greater Awami League.
Yes right, now Jatiya party is a part of greater AL ,and later when BNP will be part of greater AL, then maybe Jatiya party will be the main opposition .

However workers and jasad already became opposition, and I will not be surprised if they form alliance with Jatiya party to end to AL corruption ( when you are out of govt, indeed govt is corrupted, and when you are in govt as part of 14 team alliance surely govt is messiah, we all know that) , I will not be surprised if menon and inu soon start giving lecture in pandel making alliance with Ershad.

It will be a good step to finish BNP though. Later BNP also can be a part of the Biggar alliance Ershad+communist ) as a smaller team :P .

Here is BNP anyway, now even no "Eid er por andolon"
@Mage
 
Last edited:
.
What do the Jamaatis describe themselves as - Deobandi or Salafi ??

The Jamatis are Indian version of Brotherhood of Middle East or AKP of Turkey. KSA hates them . They are not allied. However, Most Indians and Even Bangladeshis make this mistake. They think as KSA sided with Pakistan in 1971, they are Jamat allies too.
 
. .
Well then, you missed old reports where Dhaka declined to send in fighting force to Saudi. Hasina was clear that BD will only send in its army where the holy shrines are under threat, nothing before and nothing after.

But this news is a bit perplexing. I am not sure if I am to count this as just a civilian-military collaboration or as a long-term plan to involve BD in their war. Time will tell.

Yea I remember those reports.

But all's well that ends well.

Ask yourself this. If BD decided not to send the minesweepers. Would SA still "invest" in BD?

Don't get me wrong, I'm all for collaboration amongst muslim nations.

But this to me smells like SA needing BD to do some dirty deeds to quote AC/DC.

Not collaboration.

You're right though....time will well.
 
. . . .
You forgot the reward bit, we were rewarded with a visa ban for Bangladeshi workers, I think the ban still exists.

Death from landmine accidents is least of concerns. That border receives mortar fire, MG fire, sniper fire, ATGM fire every single day.

Saudi troops with all sorts of advanced weapons and training from US and Europe, do you guys think they don't know how to clear mines? It's just that they won't send their troops for this kind of risky jobs, they just need Bangi, ****, blackie slaves to do this for them.

This fvcken government has no dignity, on one hand they are sending maids, other hand sending troops now.

The thing is this is an ultimate fact check in the end for BAL projection of how rosy everything is on domestic front economically.....if they indulge in this kind of crap. Because if things were going as good as they say it was...whats the need to bend over like this sending ppl (maids and grunts) so cheap like this to do cruel taskmaster's bidding?

The optics (forget reasoning) do not make sense at all (great economy + sending ppl to such abuse for desperate buck)...so something clearly is being suppressed/hidden from BD population discourse more broadly.
 
.
সৌদি আরবের সাথে সামরিক চুক্তিতে বাংলাদেশের কী লাভ?
_105475869_gettyimages-72820520.jpg

বাংলাদেশ সৌদি আরবের সাথে এমন একটি সামরিক সহযোগিতা চুক্তি করতে চলেছে, যার ফলে প্রায় দু'হাজার বাংলাদেশী সৈন্য ইয়েমেন সীমান্তে মোতায়েন করা হবে।

বাংলাদেশের জন্য এই সামরিক চুক্তির গুরুত্ব কতটা? এর প্রেক্ষাপট বুঝতে হলে একটু পেছন দিকে তাকাতে হবে।

কয়েক বছর আগে সৌদি আরব কয়েকটি ইসলামি দেশকে নিয়ে 'সন্ত্রাসবিরোধী একটি সামরিক কোয়ালিশন' গঠন করেছিল, এবং সেখানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কিন্তু এই কোয়ালিশন কতটা কাজ করছে, বাংলাদেশ সেখানে যোগ দিয়েছে কিনা, এবং দিলেও কোন ধরনের ভূমিকা রাখছে বা রাখবে - তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এরপর গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ সৌদি আরবের সাথে একটি প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনার কথা জানানো হয়। কিন্তু সেই চুক্তির আওতাও স্পষ্ট করা হয়নি।


_105477641_gettyimages-1091579344.jpg

ইয়েমেনের হোদেইদা প্রদেশে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশনের একজন সেনা
তবে এখন বাংলাদেশের সেনাপ্রধানকে বিষয়টি খোলাসা করে বলতে শোনা গেল। আগামী ১৪ই ফেব্রুয়ারি রিয়াদে এই চুক্তিটি সই হবে বলে জানিয়েছেন সৌদি আরব সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

চুক্তিটির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় ১,৮০০ সৈন্য সৌদি আরবে মোতায়েন করা হবে।

নিরাপত্তা বিশেষজ্ঞ, কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ মাহমুদ আলী বলছেন, এবার বেশ প্রকাশ্যেই এই প্রতিরক্ষা চুক্তির কথা বলা হলো এবং এর একটা আনুষ্ঠানিক রূপও দেয়া হচ্ছে।

তবে তিনি বলছেন, বাংলাদেশ থেকে বেশ বড় একটা সেনাদল এর আগেও সৌদি আরবে ছিল।

"কুয়েতকে ইরাকের দখল থেকে মুক্ত করার জন্য ১৯৯১ সালে যখন মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন সৌদি আরব থেকে ইরাকে অভিযান চালায়, তখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীরও সেখানে উপস্থিতি ছিল। তবে তাদের ভুমিকা ছিল সৌদি সামরিক এলাকাগুলো ইরাকি হামলার হাত থেকে রক্ষা করা।"

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আলী বলেন, তার মতে বাংলাদেশ হয়তো আগ্রাসী কোন ভুমিকা পালন করতে চাইবে না, কিন্তু প্রতিরক্ষামূলক ভুমিকা অবশ্যই পালন করতে আগ্রহী হবে।

তবে তিনি বলছেন, ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাদের জন্য এর গুরুত্ব মোটেও কম নয়।

"যে কোন সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের প্রস্তুতি নেয়া। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী স্বাধীনতার পর তেমন কোন যুদ্ধের অভিজ্ঞতা পায় নি। এক দিক থেকে এটা সুসংবাদ যে তাদের যুদ্ধ করতে হয়নি, তবে যে কোন পেশাদারী বাহিনীকেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়।"

"শান্তিকালীন প্রস্তুতি যতটাই ভালো হোক না কেন - তার সাথে সত্যিকার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার কোন তুলনা হয় না।"

"সে কারণেই প্রকৃত যুদ্ধ বা রণাঙ্গনের আশেপাশে থেকেও যদি একটা 'অপারেশনাল' বা 'প্রায়-যুদ্ধ পরিস্থিতি'র অভিজ্ঞতা হয় - সেটাও সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ড. সৈয়দ মাহমুদ আলীর মতে সৌদি আরব যেহেতু মুসলিম বিশ্বের একটি নেতৃস্থানীয় রাষ্ট্র, তাই বাংলাদেশের সাথে এ চুক্তি বাস্তবায়িত হলে দু'দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে।

"শুধু কূটনৈতিক ক্ষেত্রেই যে বাংলাদেশ সৌদি আরবের সমর্থন আশা করতে পারে তাই নয়, জ্বালানি-আমদানিকারক একটি দেশ হিসেবেও ভবিষ্যতে সৌদি আরবের দিক থেকে সহানুভুতিশীল আচরণ আশা করতে পারে।"

তবে এ ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে পারে। এ পর্যন্ত রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একটা ভারসাম্যের নীতি নিয়ে চলেছে।

কিন্তু সৌদি আরবের ব্যাপারে সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্যে একটা মেরুকরণ হয়েছে। সেখানে বিভিন্ন মেরুতে অবস্থান নিয়েছে সৌদি আরব, কাতার, ইরান বা তুরস্কের মতো দেশগুলো।

ফলে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে এতদিন যে ভারসাম্য রেখে চলছিল - সৌদি আরবের সাথে সামরিক চুক্তিতে সেই ভারসাম্য কি নষ্ট হতে পারে?

এ প্রশ্ন করলে সৈয়দ মাহমুদ আলী বলেন, "ব্যালান্সের কথা যদি আমরা বলি তাহলে ইতিবাচক-নেতিবাচক সব দিক বিচার করে দেখতে হয় - কি করলে দেশের লাভ হবে, এবং ক্ষতি সবচেয়ে কম হবে।"

"এটা অনেকটা নির্ভর করবে বাংলাদেশী সৈন্যরা কি ভুমিকা পালন করে, এবং তারা ইয়েমেনে বা অন্য কোন সংঘাতে জড়িয়ে পড়ে কিনা তার ওপর।"

"তবে এ মুহূর্তে বাংলাদেশী সৈন্যরা যদি শুধুমাত্র সীমান্ত এলাকায় প্রতিরক্ষামূলক কাজে নিযুক্ত হন - তাহলে এর একটা সুফল হতেও পারে।"

কিন্তু এর ফলে কি 'মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাংলাদেশ সৌদি আরবের সাথেই আছে' - এমন একটা ছাপ বাংলাদেশের গায়ে একটা ছাপ লেগে যাবে না?'

এ প্রশ্নের জবাবে ড. আলী বলেন, এটা প্রতিটি দেশের ক্ষেত্রেই হয়।

"তবে মধ্যপ্রাচ্যে কাতার ছাড়া সুন্নিপ্রধান দেশগুলো এক দিকে, আর ইরান এবং সুন্নি-সংখ্যাগরিষ্ঠ নয় এমন দেশগুলো আরেক দিকে। তুরস্ক সম্প্রতি একটা মধ্যবর্তী অবস্থান নিয়েছে, তবে তার কারণ অন্য।"

"বাংলাদেশ হয়তো একটা হিসেবনিকেশ করেছে যে এর ফলে কি সুযোগসুবিধা পাওয়া যাবে, এবং নেতিবাচক দিকগুলোই বা কি হবে। হয়তো ইতিবাচক দিকগুলোই বেশি বলে তারা মনে করেছে।"

"কিন্তু বাংলাদেশ যদি সত্যিকার যুদ্ধ-সংঘাতে জড়িয়ে পড়ে - তাহলে অবশ্যই পরিস্থিতির একটা পরিবর্তন হবে" - বলেন সৈয়দ মাহমুদ আলী।
 
.
Because if things were going as good as they say it was...whats the need to bend over like this sending ppl (maids and grunts) so cheap like this to do cruel taskmaster's bidding?
Money....Indonesia used to send maids a couple of years ago. When they were much richer than BD.
Philippines does it despite being a richer country than BD. They will earn much higher in Saudi Arabia than what they would earn in BD.
 
.
Money....Indonesia used to send maids a couple of years ago. When they were much richer than BD.
Philippines does it despite being a richer country than BD. They will earn much higher in Saudi Arabia than what they would earn in BD.

You seem to misunderstand. These counties did not have BAL leading the narrative charge and also giving it the "dieu et mon droit" to rig elections to this level! They always admitted more or less that stuff was not going well on the homefront compared to BD....hence they also improved much more over time (you see how Suharto was forced to step down when SHTF in Indonesia?...same with Marcos?)
 
.
You seem to misunderstand. These counties did not have BAL leading the narrative charge and also giving it the "dieu et mon droit" to rig elections to this level! They always admitted more or less that stuff was not going well on the homefront compared to BD....hence they also improved much more over time (you see how Suharto was forced to step down when SHTF in Indonesia?...same with Marcos?)
Even BAL knows the ground reality in Bangladesh. As of now, one can earn much much more by working in KSA, UAE or Oman than he/she can by working in BD. This goes for the army and also for the housemaids and construction workers.
 
.
Even BAL knows the ground reality in Bangladesh. As of now, one can earn much much more by working in KSA, UAE or Oman than he/she can by working in BD. This goes for the army and also for the housemaids and construction workers.

They should talk more about the ground reality and what they are doing to fix it....rather than sweep it under the rug and posture and give mono-narratives like a banana republic basket case.
 
.

Pakistan Affairs Latest Posts

Country Latest Posts

Back
Top Bottom