What's new

Saudi Arabia wants 2 battalions Army from Bangladesh

monitor

ELITE MEMBER
Joined
Apr 24, 2007
Messages
8,570
Reaction score
7
Country
Bangladesh
Location
Bangladesh
সৌদি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়।
আগামী ১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা স্মারক স্বাক্ষর হবে বলে জানান সেনাপ্রধান। পরে জেনারেল আজিজ আহমেদ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকার মাইন অপসারণের জন্য বাংলাদেশ থেকে দুটি ব্যাটালিয়ন চেয়েছে সৌদি আর্মড ফোর্স।
দুটি ব্যাটালিয়নে প্রায় ১৮শ' সদস্য কাজ করবে বলেও জানান তিনি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশ থেকে ২ ব্যাটালিয়ন সেনা চেয়েছে সৌদি আরব
 
. . .
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হচ্ছে বাংলাদেশের




সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি এ চুক্তি সই হবে। রবিবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (রবিবার) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নব-নির্মিত ভবন পরিদর্শন করেন জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হওয়ার তথ্য জানান।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মেদ ফখরুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, আজ সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়ায়লির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, এদিন রিয়াদে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিদ্ধস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তিও প্রস্তুত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দু’টি ব্যাটালিয়নে প্রায় ১৮০০ সদস্য মাইন অপসারণ কাজে নিয়োজিত হবে; যা সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সৌদি আরবের বিভিন্ন সামরিক, বেসামরিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজে নিয়োজিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আজিজ আহমেদ। এ ছাড়া, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সৌদি আরবের বিভিন্ন সামরিক খাতে নিয়োজিত করার প্রস্তাব দেন। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকেরা কাজের পাশপাশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করতে পারবেন।

সেনাপ্রধান আজিজ আহমেদ আরও জানান, সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) বাংলাদেশ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ চার জন কর্মকর্তাকে নিয়োগের জন্য নাম দেওয়া হয়েছে। এই কোয়ালিশনের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সৌদি আরবের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘সৌদি আরবের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে মিলিটারি একাডেমি, ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজে প্রশিক্ষণ গ্রহণ করছে।

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের নব-নির্মিত ভবন পরিদর্শনকালে জেনারেল আজিজ আহমেদকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এসময় মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা প্রধানের সফরসঙ্গী বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
.
BANGLADESH ARMY SHALL PROTECT SAUDI ARABIA AGAINST ALL POSSIBLE DANGERS.
 
. .
সৌদি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়।
আগামী ১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা স্মারক স্বাক্ষর হবে বলে জানান সেনাপ্রধান। পরে জেনারেল আজিজ আহমেদ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকার মাইন অপসারণের জন্য বাংলাদেশ থেকে দুটি ব্যাটালিয়ন চেয়েছে সৌদি আর্মড ফোর্স।
দুটি ব্যাটালিয়নে প্রায় ১৮শ' সদস্য কাজ করবে বলেও জানান তিনি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

I cannot read Bengali, so I put this text in Google Translate:

Army Chief General Aziz Ahmed met senior officials of the Saudi military. The meeting discussed various issues related to the military.
The military's cooperation memorandum will be signed with Saudi Arabia on 14 February, said the army chief.
Later, General Aziz Ahmed told reporters present at the Bangladesh Embassy Building located in Riyadh,
Saudi Arabia wants two battalions from Bangladesh to remove mines in the border area, Saudi Armed Forces.
About 1800 people will be working in two battalions, he said. Bangladeshi ambassador to Saudi Arabia Golam Masih and other senior officials were present.

Is this true?

Does Saudi Arabia want Bangladesh to remove mines for them?

With all respect to Bangladesh, Bangladeshis and the Bangladeshi Army, that is not cooperation.

This agreement reduces the Bangladeshi Army to a glorified cleanup crew.
 
. .
Is this true?

Does Saudi Arabia want Bangladesh to remove mines for them?

With all respect to Bangladesh, Bangladeshis and the Bangladeshi Army, that is not cooperation.

This agreement reduces the Bangladeshi Army to a glorified cleanup crew.
We are the slaves of the Arabs, aren't we? Now we are so happy to have got the opportunity to lay down our lives for Arbi masters. Jannat confirmed.
Serving Arab Masters are our biggest pride.
 
.
We are the slaves of the Arabs, aren't we? Now we are so happy to have got the opportunity to lay down our lives for Arbi masters. Jannat confirmed.

they want army for specialised job of mines removal , that is some expert job .no problem if done with proper machines and tecnical experts .all armies do it on UN assignments .
 
. .
Wow.

Please tell me this is an Onion article.

Keep these young men in Bangaldesh.

This is ridiculous.
 
.
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিদ্ধস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তিও প্রস্তুত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দু’টি ব্যাটালিয়নে প্রায় ১৮০০ সদস্য মাইন অপসারণ কাজে নিয়োজিত হবে; যা সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
Below is what happened to the BA troops during and after the Iraq-Kuwait war in 1991. Similar or worse things may happen in the Yemen border dug with Irani landmines. However, I hope the BA troops will use its previous experience in Kuwait and will be able to minimize the losses in life.

"Bangladesh army lost 59 soldiers in the war and in mine clearing operations after the war. By 2016 72, Bangladeshi soldiers have died and 52 others were injured clearing landmines left behind by Iraq forces in the Gulf war under “Operation Reconstruction Kuwait”.

I have read somewhere that the IA troops' electronics mine detectors are supported by a group of specially trained monkeys. Monkeys are lightweight, so the mines do not burst even it is under their weight. I wonder if BA has also this kind of monkey troops.
 
. . .

Country Latest Posts

Back
Top Bottom