Indian terrorist BSF killed another Bangladeshi
Another Bangladeshi was killed 250 yard inside Bangladesh territory by indian terrorist force BSF. Indian terror killing happen in Chuadanga frontier. BGB as usual just sent letter to indian terror force and no action taken.
মহেশপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের হাওলাদারপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রিপন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দীনের ছেলে।
মঙ্গলবার ভোরে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছালে হালদাপাড়া নামকস্থানে রিপনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম বাংলানিউজকে জানান, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান রিপন।
এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Another Bangladeshi was killed 250 yard inside Bangladesh territory by indian terrorist force BSF. Indian terror killing happen in Chuadanga frontier. BGB as usual just sent letter to indian terror force and no action taken.
মহেশপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের হাওলাদারপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রিপন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দীনের ছেলে।
মঙ্গলবার ভোরে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছালে হালদাপাড়া নামকস্থানে রিপনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম বাংলানিউজকে জানান, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান রিপন।
এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।