What's new

BSF Jawan Killed, Another Injured in 'Firing by Bangladesh Guards' in Bengal's Murshidabad Dist

Posted in the page of BJP leader gives more reason for it to be fake.

There are no twitter account with such name. So definitely its fake.

Share the original link or will report to mod to ban you for sharing fake news from a shanghi page.




@Dubious @waz @Horus @The Eagle

Please look at this poster. Sharing fake news from BJP leaders or Shanghi page. No such twitter account exist.

Please ban him for long time.
Why would politician post wrong tweet.
If there is proof that the tweet or the account is fake then only will I remove it.
 
.
Yes I remember Felani. Who was shot in Indian territory. India has a right to protect her border and that includes lethal force if necessary.

There was no need for lethal force on a 15 year old girl who had no arms and was going to Bangladesh.

Her only fault was the agent did not pass the 10000 rupee bribe to BSF.

No law support of any country shooting of unarmed civilian specially when it is woman and minor.

Why would politician post wrong tweet.
If there is proof that the tweet or the account is fake then only will I remove it.

Go ask your Modi jee how he and his gong shared news they killed 300 terrorists in Kashmir.

This is much smaller fake news compared to that.

Ask for the explanation to the Sanghi BJP leader or share the real link.

I guess you are literate enough to find the twitter account of those mentioned name.
 
.
Yes I remember Felani. Who was shot in Indian territory. India has a right to protect her border and that includes lethal force if necessary.
How cowardly a nation must be if it feels threatened by a 15 year old unarmed scared girl?
Killing an unarmed female teenager, bet it made your BSF feel like a real man.
 
.
Posted on Facebook page of BJP leader.
So it is legit.

upload_2019-10-17_19-56-20.png


And this is not the FaceBook........fake news as such is not tolerated here and same also falls under spamming which is yet another violation.

Regards,
 
.
There was no need for lethal force on a 15 year old girl who had no arms and was going to Bangladesh.

Her only fault was the agent did not pass the 10000 rupee bribe to BSF.

No law support of any country shooting of unarmed civilian specially when it is woman and minor.

India isn't a perfect country but India has a right to implement law and order within her own territory as they see fit. And you still haven't given an instance of BSF entering BD and killing people there.
 
. .
Why would politician post wrong tweet.
If there is proof that the tweet or the account is fake then only will I remove it.

When you share non-verified tweet as such; you will have to face the consequences as well. As long as any account is valid or verified in view of some of parameters, that will be counted as credible but not the fake news.
 
.
http://www.theindependentbd.com/post/219857

............

"Sources said a BGB team confronted three Indian fishermen who were illegally fishing in Bangladesh waters on the River Padma with BSF approval. One fisherman was detained by the BGB while the two others managed to flee and called in nearby BSF Forces. Shortly, a 6-member BSF team led by post commander of the 117th battalion arrived at Char Paikmari on a motor-boat.
Once on the island, the BSF team began hurling abuse at the BGB for making the arrest and created a heated environment, said a BGB source. As the BGB members protested such behaviour, the BSF members became angry and opened fire, prompting the Bangladesh border guards to return fire in defence. At one point, the BSF men retreated and returned to post on their boat, with one member dead and one injured in the firefight............".....................
 
. .
Real news posted here instead of doctored news posted by Indian media!!

Thee Indian fishermen were catching Hilsa fish in the Padma river inside Bangladeshi territory. Due to breeding season now Hilsha catching in banned in Bangladesh. BGB was patrolling along with fisheries officials to stop fishermen from catching hilsha fish. That time they saw the three Indians catching hilsha fish from a boat.

BGB tried to chase and arrest them. During that time two Indian fishermen fled but BGB arrested one Indian fisherman. Those two Indian fisherman informed BSF about it.

BSF after arrival into the scene started firing towards BGB. BGB also retaliates by firing towards the BSF. After sometime BSF stepped back. The incident happened at 11 am.

BGB and BSF arranged a flag meeting at 4 pm. But BSF delayed the meeting to 5:40 PM saying one BSF official was killed. This is confirmed by Charghat Police Station's Officer In Charge Somit Kumar.

The arrested Indian fisherman has been brought to the Charghat Border Station and all the captured hilsa fish have been ceased.


বিজিবির পাল্টা গুলিতে ভারতীয় জওয়ান নিহত, আহত ১
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ১৮:৫১ ১৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:৫৭ ১৭ অক্টোবর ২০১৯

https://www.ekushey-tv.com/বিজিবির-গুলিতে-ভারতীয়-জওয়ান-নিহত-আহত-১/82114
bsf-1910171251.jpg

গোলাগুলির মুহুর্তে বিএসএফ


রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ভারতীয় জেলেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ভারতীয় এক জওয়ান নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলাস্থ বড়াল নদীর পদ্মার মোহনায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন চারঘাট থানার ওসি সমিত কুমার।

এদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি জানান, জেলে আটকের ঘটনাটি নিয়ে বিকেল ৪টার দিকে ডাকা বিজিবি ও বিএসএফ কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠক এক ঘন্টা বিএসএফ পিছিয়ে দেয়। বিএসএফের একজন জওয়ান মারা গেছে বলে তারা এ বৈঠক পিছিয়ে দেয়। তবে তারা ৫টা ৪০ মিনিটে পতাকা বৈঠকে উপস্থিত হন।

এদিকে ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে। ভারতের জি-নিউজের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে বিএসএফ-এর সঙ্গে বিজিবির গুলির লড়াইের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম বিজয় ভান। তিনি বিএসএফের হেড কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল রাজবীর যাদব নামের আরও এক জওয়ান। তিনি হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিজিবি পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিকেল ৩টার দিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে। এ নিয়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তারপরই বিস্তারিত বলা যাবে। এরপর থেকে বিজিবির কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, পদ্মায় মাছ ধরা প্রতিরোধ অভিযানে থাকা চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যাই। সেখানে দেখা যায়, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন।

তিনি আরও বলেন, তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়ে। বিজিবিও এর প্রতিবাদ জানিয়ে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডোর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।

When you share non-verified tweet as such; you will have to face the consequences as well. As long as any account is valid or verified in view of some of parameters, that will be counted as credible but not the fake news.

Thank you @The Eagle bro.

Look at the real news in my previous post.

3 Indians were fishing inside Bangladesh. When BGB chased them two fled but one was captured. The two informed BSF and BSF just after coming into the scene started firing towards the BGB.

BGB also fired back and the BSF soldier was killed and another was injured. This happened at 11 am and meeting happened between BGB and BSF at 5:40 pm but it was supposed to happen at 4 pm. BSF delayed due to the soldier got killed.
 
.
Bd can be independent again by eliminating hasina and rest of her living family members. Bd pussy army need to wake up and pull the trigger.
 
.
When you share non-verified tweet as such; you will have to face the consequences as well. As long as any account is valid or verified in view of some of parameters, that will be counted as credible but not the fake news.

Lol multiple ID rat got banned again just trying to save face using a fake account on this thread

TI have lost the count the number of times this rat has got banned for dozens of his IDs
 
.
Lol multiple ID rat got banned again just trying to save face using a fake account on this thread

TI have lost the count the number of times this rat has got banned for dozens of his IDs

How do you identify a multi ID user? Just for my understanding.
 
.
Bd can be independent again by eliminating hasina and rest of her living family members. Bd pussy army need to wake up and pull the trigger.

Copy from BBC Bangla news .

দুর্নীতি বিরোধী অভিযান এবং ওয়ান ইলেভেন সম্পর্কে শেখ হাসিনা নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে যা বলেছিলেন
  • ৩০ সেপ্টেম্বর ২০১৯
_109026828_gettyimages-1153848434.jpg
ছবির কপিরাইটGETTY IMAGES
Image captionশেখ হাসিনা: 'ওয়ান ইলেভেনের দরকার হবে না, আমরাই ব্যবস্থা নেব'
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এবং 'ওয়ান-ইলেভেনের' মতো রাজনৈতিক পটপরিবর্তনের 'সম্ভাবনা' সম্পর্কে বেশ কিছু খোলামেলা মন্তব্য করেছেন।

সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ওয়ান ইলেভেনের মতো ঘটনার যাতে কোন পুনরাবৃত্তি না হয়, সেজন্যে তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরও বলেন, "ওয়ান ইলেভেনের কোন দরকার হবে না। কারণ কোন অন্যায় হলে তার বিরুদ্ধে সরকারই ব্যবস্থা নেবে। আর এই অন্যায় যারাই করুক।"

কয়েক সপ্তাহ আগে ঢাকায় হঠাৎ করে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই ছাত্র এবং যুব সংগঠনের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয় সরকার। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাংলাদেশে নতুন কোন বিষয় নয়। কিন্তু কোন সরকার নিজের দলের লোকের বিরুদ্ধে দুর্নীতির কারণে ব্যবস্থা নিচ্ছে, এমনটি সচরাচর দেখা যায় না।

তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের দুর্নীতির বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নিলেন।

_109026830_gettyimages-73865812.jpg
ছবির কপিরাইটGETTY IMAGES
Image captionএক এগারোর পর সেনা সমর্থিক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদ ভাষণ দিচ্ছেন টেলিভিশনে
এরকম একটা প্রেক্ষাপটেই ওয়ান ইলেভেনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলনে তাঁর দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে প্রশ্নটি করেছিলেন একজন সাংবাদিক। তার উত্তরে তখন শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রশ্নটি কী ছিল?
নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনে এই সংবাদ সম্মেলনে মূলত প্রবাসী সাংবাদিকরাই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পান। নিউ ইয়র্কে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি লাবলু আনসার জানান, তিনিই ওয়ান ইলেভেন এবং দুর্নীতিবিরোধী অভিযানের প্রসঙ্গটি তোলেন।

লাবলু আনসার জানতে চান, বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযানের ধরন দেখে মনে হচ্ছে, এতে কেবলমাত্র রাজনীতিকদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের টার্গেট করেই যেন অভিযানটি চলছে। বাংলাদেশে ওয়ান ইলেভেনের আগে রাজনীতিকদের চরিত্র হননের জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখন সেধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কীনা।

_109026333_7a89db11-c9f6-4999-9c75-7c01ba9f2a51.jpg
ছবির কপিরাইটGETTY IMAGES
Image captionসাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ: এক এগারোর অন্যতম কুশীলব
উত্তরে শেখ হাসিনা যা বললেন:
"ওয়ান ইলেভেনের যাতে কোন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্যে আগে থেকে ব্যবস্থা নিচ্ছি।"

"আমি এটুকু বলতে পারি যে ওয়ান ইলেভেন হওয়া লাগবে না। কোন অন্যায় হলে, তার ব্যবস্থা আমি নেব। আমরাই নেব সেটা। সে আমার দলের হোক, আর যেই হোক। আর যদি আমি বিচার করতে যাই, আগে তো ঘরের থেকেই শুরু করতে হবে।"

"ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর ওদিকে হালাল মাংস খুঁজবে আমার ওপর অনেকে অখুশি হতে পারে। কিন্তু আমার কিছু আসে যায় না। তারপর কোন ট্যাক্স দেবে না। এগুলো তো হতে পারে না।"

দুর্নীতিবিরোধী অভিযানের কারণ ব্যাখ্যা করে শেখ হাসিনা আরও বলেন, "এটা করতে হবে এই জন্যে, আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি অর্থনৈতিক উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য আমরা প্রকল্প তৈরি করছি। অর্থ বরাদ্দ করছি। কাজ হচ্ছে। আমরা চাই তার প্রতিটি পাই পয়সা যেন যথাযথভাবে ব্যবহার হয়, যথাযথভাবে খরচ হয়। আর সেখানে যদি কোন অনিয়ম হয়, উন্নয়ন তো ক্ষতিগ্রস্থ হবে।"


Google Translation -

What Sheikh Hasina said at a New York press conference about the anti-corruption campaign and One eleven

Sheikh Hasina: 'One XI will not be needed, we will take action'
Bangladeshi Prime Minister Sheikh Hasina has given open remarks at a news conference in New York about the recent steps of her government against corruption and the "possibility" of political change like 'One-Eleven'.

Responding to reporters' questions, Sheikh Hasina said she was already taking action so that incidents like One Eleven would not be repeated. He added, "There will be no need for One XI. Because any wrongdoing, the government will take action against it. And whoever does this wrong."

A few weeks ago, the government took some action against the corruption of the ruling Awami League students and youth organization leaders in Dhaka. Corruption charges against the rulers are not new in Bangladesh. But it is not often seen that a government is taking action against its own people because of corruption.

From then on, the question started to arise why suddenly Prime Minister Sheikh Hasina took such a strong stand against corruption in her party.

Fakhruddin Ahmed, the head of the army-backed government, is speaking on television
In such a context, a journalist questioned the Prime Minister about his anti-corruption campaign at a press conference in the context of One XI. In response to this, Sheikh Hasina said these things.


What was the question?

At this press conference at the Bangladesh Mission in New York, expatriate journalists had the opportunity to question the Prime Minister. Lablu Ansar, Bangladesh daily representative in New York, said he was the one eleven and raised the context of the anti-corruption campaign.

Labal Ansar wants to know that the type of anti-corruption campaign in Bangladesh looks like it is targeting only politicians. The campaign is underway, especially targeting the ruling Awami League leaders. What kind of situation was created in Bangladesh to characterize the politicians before the XI?


In reply Sheikh Hasina said:

"I will take action in advance so that there is no repeat of One Eleven."

"All I can say is that there should be no one eleven. If anything wrong, I will take his action. We will take it. He is my team, and whatever it is. And if I go to justice, I have to start from the house first."

"Bribe, corruption, and look for Halal meat in the meantime. Many may be unhappy with me. But nothing comes to me. Then no tax will be paid. It can't happen."

Explaining the cause of the anti-corruption campaign, Sheikh Hasina added, "To do this, we are working tirelessly day and night for economic development. We are making projects for development. We are allocating money. We are working. Yes, it is costly. And if there is any irregularity, then the development will suffer. "

Source :https://www.bbc.com/bengali/news-49880338


Another analysis From Bangla Insider . Although do not like this news site ,because they provide 50% true news and 50% rumor based news ( at least as far we understand) , but still their analysis is good sometimes . Read here , it can not be copied , because right click is disabled.

https://www.banglainsider.com/politics/45504/যেভাবে-আরেকটি-ওয়ান-ইলেভেন-রুখলেন-শেখ-হাসিনা

@mmr ,Honestly speaking this article is for peoples like you . Probably you know now why army is not overhrowing her , and as long as she does not act like Khaleda Zia , she is safe

@Al-zakir perhaps you need to read this too !
 
Last edited:
.
How do you identify a multi ID user? Just for my understanding.

His posting style

His posting style remains the same in all of his IDs.

Same stats he uses whenever a thread is started about Indian military

You just need good observation to identify that
 
.
Back
Top Bottom