What's new

Betrayal of Bengali people again in Pakistan !

Status
Not open for further replies.

monitor

ELITE MEMBER
Joined
Apr 24, 2007
Messages
8,570
Reaction score
7
Country
Bangladesh
Location
Bangladesh
পাকিস্তানের দালালির ‘উচিত শিক্ষা’

370906_1.jpg
28 Mar, 2018

নিজ দেশের বদলে পাকিস্তানকে ভালোবাসার ফল পেয়েছে লাখ তিরিশেক বাঙালি। লেজুরবৃত্তি করলেও ৪৭ বছরেও এদেরকে নাগরিকত্ব দেয়নি পাকিস্তান। আর শিক্ষা, মানসম্মত কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

গত কয়েক বছর ধরে দেন দরবার করে পাকিস্তান সরকারের মন ভুলানোর চেষ্টা করে কিছুটা সাফল্য আসবে মনে হচ্ছিল যখন, তখন পাকিস্তানি বিভিন্ন দল এদেরকে নাগরিকত্ব দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছে।

এখন সব মিলিয়ে এদের সংখ্যা হয়েছে ২৮ লাখের মতো, যাদের একটি বড় অংশের বসবাস করাচিতে।

পাকিস্তানপ্রেমী এই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে করাচির ১০৫টি বসতিতে। ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, মূসা কলোনি, মাচার কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি।

১৯৪৭ সালে দেশবিভাগের সময়ে বর্তমান পাকিস্তানের ভূখণ্ডের বাইরে থেকে যারা এসেছিলেন, তাদের বলা হয় মুহাজির। এই মুহাজিররা পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। এদের রাজস্থানী, কনকানি, মারাঠী, হায়দরাবাদী বংশোদ্ভূত মুহাজিরদের বেশিরভাগেরই অবস্থান সিন্ধ প্রদেশে। তবে অন্য জাতিদেরকে মুহাজির হিসেবে একটু সহমর্মীতার দৃষ্টিতে দেখলেও বাঙালিদেরকে দেখা হয় চরম অপমানের চোখে।

এক হিসাবে করাচিতে পাকিস্তানপ্রেমী বাঙালি জনসংখ্যা শহরে মোট জনসংখ্যার ৭.৫ ভাগ শতাংশ। সংখ্যায় তা ১৫ থেকে ২০ লাখের মতো।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুধু করাচিতেই তিন লক্ষাধিক বাঙালি বসবাস করে। তাদের বেশিরভাগ পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে। এছাড়া নিম্নমানের কাজ করে মানবেতর জীবনযাপন করেন তারা।

এদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে তখনকার পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিল। আর এখনও বাংলাদেশবিরোধী সভা-সমাবেশ করে যাচ্ছে। তবু মন গলছে না পাকিস্তানি সরকারের।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশেও জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টিসহ ধর্মভিত্তিক দলের পাশাপাশি চীনপন্থী কিছু বাম দল দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। নিজ দেশের মানুষদের গণহত্যায় করেছে সহযোগিতা।

সে সময় পাকিস্তানের পশ্চিম অংশেও বসবাস করতো উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি। এদের একটি অংশ যুদ্ধের সময়ও নানাভাবে দেশে ফিরে আসেন। কেউ কেউ আসের যুদ্ধ শেষে।

আর একটি অংশ পাকিস্তান প্রেমে মশগুল হয়ে ভুলে যায় নিজ দেশকে। কেবল তাই না, পাকিস্তানিদের মন জয়ে বাংলাদেশের দুর্নাম করতে থাকে।

স্বাধীনতার প্রায় চার দশক পর বাংলাদেশে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিবাদেও পাকিস্তানে বিক্ষোভে ফেটে পড়ে ৭১ এর উত্তরসূরীরা।

কিন্তু এতসব করেও মানুষ হিসেবে মর্যাদা অর্জন করতে পারেনি পাকিস্তানপ্রেীরা। ৪৭ বছর পরও অধিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাদের।

নানা ধরনের নিম্নমানের কাজ করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। নাগরিকত্ব না থাকায় দুদর্শার মাত্রা সীমাহীন।

দ্য ডন এর একটি প্রতিবেদন বলছে, নাগরিকত্ব না থাকায় এবং তাদের বৈধ কোনো ডকুমেন্ট না থাকায় কোন ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না তারা। এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে।

নিম্নমানের কাজ করা এসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।

এসব বাঙালিকে জুলফিকার আলী ভুট্টোর সরকার বৈধতা দিলেও সে কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি। এছাড়া পাকিস্তানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর (এনএডিআরএ) পুরোনো এ কার্ডের বৈধতার নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

এনএডিআরএ থেকে বলা হয়, তাদের কার্ড নবায়ন করা হবে না। কারণ তারা বাংলাদেশি, পাকিস্তানি নয়।

পাকিস্তানপ্রেমী বাঙালিদের চলাফেরা এবং সাধারণ কাজ কর্ম করা জন্য ‘ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ নামের অস্থায়ী একটি কার্ড দেয় সরকারি দপ্তর। খুব চড়া দামে প্রাপ্ত এ কার্ডও সকলের ভাগ্যে জোটে না।

খাইরুদ্দিন নামের এক বাঙালি ডনকে বলেন, ‘আমার জন্ম পাকিস্তানে। এখানেই বসবাস করছি। বাবাও পাকিস্তানে বসবাস করেছে। বাংলাদেশের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’

পাকিস্তানপ্রেমী বাঙালিদের অধিকার আদায়ে গড়ে উঠেছে সংগঠন ‘পাকিস্তানি বাঙালি অ্যাকশন কমিটি’র। এদের তথ্য অনুযায়ী, করাচির সবচেয়ে বড় জেলে বস্তিতে বসবাস করেন আনুমানিক ৮৫ হাজার মানুষ। এদেশে ৭৫ শতাংশই বাঙালি।

পাক মুসলিম অ্যালায়েন্স নামের একটি রাজনৈতিক দলের প্রধান খাজা সালমান খাইরুদ্দিন। তার পিতা খাজা খাইরুদ্দিন পাকিস্তান গঠনের সময় অন্যতম নেতা ছিলেন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার মেয়র ছিলেন খাইরুদ্দিন।

দলটি করাচির বাঙালি সম্প্রদায়ের মধ্যে সক্রিয়। সালমান খাইরুদ্দিন বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পর অনেক বাঙালি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে চলে যায়। আবার অনেকে পাকিস্তানেই থেকে যায়। তারা সে সময় বাংলাদেশের অর্থনৈতিক কারণে পাকিস্তান ছেড়ে যায়নি।’

গত বছর পাকিস্তানে বসবাসরত বাঙালিদেরকে স্থায়ী নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় সংসদীয় স্থায়ী কমিটি। তবে তা এখনো কার্যকর করা হয়নি। আর বাঙালিদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তখন পাকিস্তানে বিক্ষোভ প্রদর্শিত হয়।

বাঙালিদের নাগরিকত্ব না দেয়ার দাবিতে বিক্ষোভ

সিন্ধি রাজনৈতিক দলগুলো আবার শুরু থেকেই বিরোধিতা করে আসছে পাকিস্তানপ্রেমীদের নাগরিকত্ব দেয়ার উদ্যোগের।

২০১৬ সালের ডিসেম্বরেও করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ করে ‘জয় সিন্ধ মাহাজ’ নামে একটি দল।

দলটির প্রধান আবদুল খালিক জুনেজো বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে ব্যাপক হারে স্থানান্তর-অভিবাসনের দ্বারা সিন্ধি জনগণকে যেন নিজ প্রদেশেই সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে।’

বাঙালিদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে জুনেজো বলেন, ‘সরকারের উচিত এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তার আগে নিশ্চিত করা যে, তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে।’

উৎসঃ purboposhchim
 
.
We have granted Urdu speaking Bihari legal status Pakistan should reciprocate same for those Bengali people who tried to save uniter Pakistan. Any injustice will further strain two brotherly country and benefit the enemy's.
 
.
পাকিস্তানের দালালির ‘উচিত শিক্ষা’

370906_1.jpg
28 Mar, 2018

নিজ দেশের বদলে পাকিস্তানকে ভালোবাসার ফল পেয়েছে লাখ তিরিশেক বাঙালি। লেজুরবৃত্তি করলেও ৪৭ বছরেও এদেরকে নাগরিকত্ব দেয়নি পাকিস্তান। আর শিক্ষা, মানসম্মত কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

গত কয়েক বছর ধরে দেন দরবার করে পাকিস্তান সরকারের মন ভুলানোর চেষ্টা করে কিছুটা সাফল্য আসবে মনে হচ্ছিল যখন, তখন পাকিস্তানি বিভিন্ন দল এদেরকে নাগরিকত্ব দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছে।

এখন সব মিলিয়ে এদের সংখ্যা হয়েছে ২৮ লাখের মতো, যাদের একটি বড় অংশের বসবাস করাচিতে।

পাকিস্তানপ্রেমী এই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে করাচির ১০৫টি বসতিতে। ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, মূসা কলোনি, মাচার কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি।

১৯৪৭ সালে দেশবিভাগের সময়ে বর্তমান পাকিস্তানের ভূখণ্ডের বাইরে থেকে যারা এসেছিলেন, তাদের বলা হয় মুহাজির। এই মুহাজিররা পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। এদের রাজস্থানী, কনকানি, মারাঠী, হায়দরাবাদী বংশোদ্ভূত মুহাজিরদের বেশিরভাগেরই অবস্থান সিন্ধ প্রদেশে। তবে অন্য জাতিদেরকে মুহাজির হিসেবে একটু সহমর্মীতার দৃষ্টিতে দেখলেও বাঙালিদেরকে দেখা হয় চরম অপমানের চোখে।

এক হিসাবে করাচিতে পাকিস্তানপ্রেমী বাঙালি জনসংখ্যা শহরে মোট জনসংখ্যার ৭.৫ ভাগ শতাংশ। সংখ্যায় তা ১৫ থেকে ২০ লাখের মতো।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুধু করাচিতেই তিন লক্ষাধিক বাঙালি বসবাস করে। তাদের বেশিরভাগ পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে। এছাড়া নিম্নমানের কাজ করে মানবেতর জীবনযাপন করেন তারা।

এদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে তখনকার পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিল। আর এখনও বাংলাদেশবিরোধী সভা-সমাবেশ করে যাচ্ছে। তবু মন গলছে না পাকিস্তানি সরকারের।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশেও জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টিসহ ধর্মভিত্তিক দলের পাশাপাশি চীনপন্থী কিছু বাম দল দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। নিজ দেশের মানুষদের গণহত্যায় করেছে সহযোগিতা।

সে সময় পাকিস্তানের পশ্চিম অংশেও বসবাস করতো উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি। এদের একটি অংশ যুদ্ধের সময়ও নানাভাবে দেশে ফিরে আসেন। কেউ কেউ আসের যুদ্ধ শেষে।

আর একটি অংশ পাকিস্তান প্রেমে মশগুল হয়ে ভুলে যায় নিজ দেশকে। কেবল তাই না, পাকিস্তানিদের মন জয়ে বাংলাদেশের দুর্নাম করতে থাকে।

স্বাধীনতার প্রায় চার দশক পর বাংলাদেশে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিবাদেও পাকিস্তানে বিক্ষোভে ফেটে পড়ে ৭১ এর উত্তরসূরীরা।

কিন্তু এতসব করেও মানুষ হিসেবে মর্যাদা অর্জন করতে পারেনি পাকিস্তানপ্রেীরা। ৪৭ বছর পরও অধিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাদের।

নানা ধরনের নিম্নমানের কাজ করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। নাগরিকত্ব না থাকায় দুদর্শার মাত্রা সীমাহীন।

দ্য ডন এর একটি প্রতিবেদন বলছে, নাগরিকত্ব না থাকায় এবং তাদের বৈধ কোনো ডকুমেন্ট না থাকায় কোন ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না তারা। এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে।

নিম্নমানের কাজ করা এসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।

এসব বাঙালিকে জুলফিকার আলী ভুট্টোর সরকার বৈধতা দিলেও সে কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি। এছাড়া পাকিস্তানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর (এনএডিআরএ) পুরোনো এ কার্ডের বৈধতার নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

এনএডিআরএ থেকে বলা হয়, তাদের কার্ড নবায়ন করা হবে না। কারণ তারা বাংলাদেশি, পাকিস্তানি নয়।

পাকিস্তানপ্রেমী বাঙালিদের চলাফেরা এবং সাধারণ কাজ কর্ম করা জন্য ‘ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ নামের অস্থায়ী একটি কার্ড দেয় সরকারি দপ্তর। খুব চড়া দামে প্রাপ্ত এ কার্ডও সকলের ভাগ্যে জোটে না।

খাইরুদ্দিন নামের এক বাঙালি ডনকে বলেন, ‘আমার জন্ম পাকিস্তানে। এখানেই বসবাস করছি। বাবাও পাকিস্তানে বসবাস করেছে। বাংলাদেশের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’

পাকিস্তানপ্রেমী বাঙালিদের অধিকার আদায়ে গড়ে উঠেছে সংগঠন ‘পাকিস্তানি বাঙালি অ্যাকশন কমিটি’র। এদের তথ্য অনুযায়ী, করাচির সবচেয়ে বড় জেলে বস্তিতে বসবাস করেন আনুমানিক ৮৫ হাজার মানুষ। এদেশে ৭৫ শতাংশই বাঙালি।

পাক মুসলিম অ্যালায়েন্স নামের একটি রাজনৈতিক দলের প্রধান খাজা সালমান খাইরুদ্দিন। তার পিতা খাজা খাইরুদ্দিন পাকিস্তান গঠনের সময় অন্যতম নেতা ছিলেন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার মেয়র ছিলেন খাইরুদ্দিন।

দলটি করাচির বাঙালি সম্প্রদায়ের মধ্যে সক্রিয়। সালমান খাইরুদ্দিন বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পর অনেক বাঙালি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে চলে যায়। আবার অনেকে পাকিস্তানেই থেকে যায়। তারা সে সময় বাংলাদেশের অর্থনৈতিক কারণে পাকিস্তান ছেড়ে যায়নি।’

গত বছর পাকিস্তানে বসবাসরত বাঙালিদেরকে স্থায়ী নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় সংসদীয় স্থায়ী কমিটি। তবে তা এখনো কার্যকর করা হয়নি। আর বাঙালিদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তখন পাকিস্তানে বিক্ষোভ প্রদর্শিত হয়।

বাঙালিদের নাগরিকত্ব না দেয়ার দাবিতে বিক্ষোভ

সিন্ধি রাজনৈতিক দলগুলো আবার শুরু থেকেই বিরোধিতা করে আসছে পাকিস্তানপ্রেমীদের নাগরিকত্ব দেয়ার উদ্যোগের।

২০১৬ সালের ডিসেম্বরেও করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ করে ‘জয় সিন্ধ মাহাজ’ নামে একটি দল।

দলটির প্রধান আবদুল খালিক জুনেজো বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে ব্যাপক হারে স্থানান্তর-অভিবাসনের দ্বারা সিন্ধি জনগণকে যেন নিজ প্রদেশেই সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে।’

বাঙালিদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে জুনেজো বলেন, ‘সরকারের উচিত এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তার আগে নিশ্চিত করা যে, তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে।’

উৎসঃ purboposhchim
Please add google translation, otherwise this article will be mostly meaningless.
 
. .
Thousands of the Bengali people got the result of love for Pakistan instead of their own country. Pakistan did not give them citizenship even after 47 years of leprosy. And education is leading a more stable life due to lack of quality employment. In the past few years, trying to make the Pakistan government forget the court, it seemed to be a bit of a success, when the Pakistani parties were protesting against giving citizenship to them. Now all of them have been 2.8 million, those who live in a large part of Karachi. These Bengali-speaking Pakistanis are scattered in 105 settlements in Karachi. The Bengali settlement is the most populous of the Orangi Town, Ibrahim Hydari Colony, Bilal Colony, Ziaul Huq Colony, Moses Colony, Makar Colony and Larry's Bengali Para. Those who came out of the territory of present Pakistan during the partition of India in 1947, they are called Muhajir. These emigrants are about 8 percent of Pakistan's population. Most of them are Rajasthan, Kanakani, Maradi, Hyderabad, and most of the emigrants are in Sindh province. But while looking at other nations as an emigrant, a little sympathetic, the Bengalis are seen in the eyes of extreme humiliation. As a result, the Pakistani population in Karachi has 7.5 percent of the population in the population of the Bengali population. It is 1.5 to 2.0 million in number. In a report of the Pakistani media The Dawn, it is said that only three hundred thousand Bengali people live in Karachi. Most of them work as a garment worker and lodging. Besides, they have lived a poor life by doing poor work. Their ancestors were vocal against the war of liberation in West Pakistan in 1971. And still, there is a rally-rally in Bangladesh. But the Pakistani government does not mind. In Bangladesh during the Liberation War, in Bangladesh, some Leftist groups, including Jamaat-e-Islami, Muslim League, along with religion-based groups, along with some Left parties, stood against Bangladesh's independence. Cooperation in the mass killings of people of the country. At that time a significant number of Bengalis lived in the western part of Pakistan. One part of them returned home in various ways during the war. Some people end up fighting Asa Another part of Pakistan's love is forgotten due to their own country. Not only that, the people of Pakistan were making a bad name in the mind of the Pakistanis. After nearly four decades of independence, 71 protesters in Bangladesh protested against the 1971 war crimes trial in 1971, the successors of 71 survived. But the PakistanPairedists did not achieve dignity as a person. 47 years later they have to go door to door to get rights. They have to survive in different types of low quality work. Due to non-citizenship, the level of misery is unlimited. A report from The Dawn says that because of lack of citizenship and they do not have any valid documents, they can not be related to any business or work. Even some people who work secretly are caught in the hands of the police, in prison. Although these Bengalis, who have done poorly, have to pay bribe even after they leave them. Although Zulfiqar Ali Bhutto's government gave legitimacy to these Bengalis, the papers were not again validated. The Pakistan National Information Registry Office (NADRA) also clarified that it is not ready to renew the validity of the old card. It is said from NADRA that their cards will not be renewed. Because they are not Bangladeshi, Pakistani. The government office gave a temporary card named 'National Identity Card' for the movement of the Pakistani nationals and for carrying out general work. The card received at a very high price is not all in the fate. A Bengali named Khairuddin said to Dawn, "I was born in Pakistan. I live here. He also lived in Pakistan. We have no relation with Bangladesh. " The Pakistani Bengali Action Committee of the Pakistan-based Bengali community has been formed to raise the rights of the people. According to them, approximately 85,000 people live in slums in Karachi's largest fishermen. 75 percent of the country's Bengali Khwaja Salman Khairuddin, head of a political party named Pak Muslim Alliance. His father Khwaja Khairuddin was one of the leaders during the formation of Pakistan. Khairuddin was the mayor of East Pakistan's capital Dhaka in 1960. The group is active in the Bengali community of Karachi. Salman Khairuddin said, "After Bangladesh's independence, many Bengali people left Pakistan and went to Bangladesh. Many of them are still in Pakistan. They did not leave Pakistan for economic reasons at that time. " The Parliamentary Standing Committee decided to give permanent citizenship to the Bengalis living in Pakistan last year. But it has not been implemented yet. And in protest against the decision to give citizenship to the Bengalis, there were protests in Pakistan. Demonstrate for not giving Bengali citizenship The Sindhi political parties have been opposing from the beginning again to initiate the citizenship of the PakistanPrime citizenship. In December 2016, a group called 'Jay Sindh Mahaj' protested against the press club in Karachi. The party's chief Abdul Khalik Zunzo said, "With the massive immigration and migration of people inside the country, the Sindhi people are being made minorities in their own province." With strong stance against the legitimacy of Bengalis, Junooo said, "The government should send them to Bangladesh and ensure that they can not vote or enjoy other state rights."
 
.
Thousands of the Bengali people got the result of love for Pakistan instead of their own country. Pakistan did not give them citizenship even after 47 years of leprosy. And education is leading a more stable life due to lack of quality employment. In the past few years, trying to make the Pakistan government forget the court, it seemed to be a bit of a success, when the Pakistani parties were protesting against giving citizenship to them. Now all of them have been 2.8 million, those who live in a large part of Karachi. These Bengali-speaking Pakistanis are scattered in 105 settlements in Karachi. The Bengali settlement is the most populous of the Orangi Town, Ibrahim Hydari Colony, Bilal Colony, Ziaul Huq Colony, Moses Colony, Makar Colony and Larry's Bengali Para. Those who came out of the territory of present Pakistan during the partition of India in 1947, they are called Muhajir. These emigrants are about 8 percent of Pakistan's population. Most of them are Rajasthan, Kanakani, Maradi, Hyderabad, and most of the emigrants are in Sindh province. But while looking at other nations as an emigrant, a little sympathetic, the Bengalis are seen in the eyes of extreme humiliation. As a result, the Pakistani population in Karachi has 7.5 percent of the population in the population of the Bengali population. It is 1.5 to 2.0 million in number. In a report of the Pakistani media The Dawn, it is said that only three hundred thousand Bengali people live in Karachi. Most of them work as a garment worker and lodging. Besides, they have lived a poor life by doing poor work. Their ancestors were vocal against the war of liberation in West Pakistan in 1971. And still, there is a rally-rally in Bangladesh. But the Pakistani government does not mind. In Bangladesh during the Liberation War, in Bangladesh, some Leftist groups, including Jamaat-e-Islami, Muslim League, along with religion-based groups, along with some Left parties, stood against Bangladesh's independence. Cooperation in the mass killings of people of the country. At that time a significant number of Bengalis lived in the western part of Pakistan. One part of them returned home in various ways during the war. Some people end up fighting Asa Another part of Pakistan's love is forgotten due to their own country. Not only that, the people of Pakistan were making a bad name in the mind of the Pakistanis. After nearly four decades of independence, 71 protesters in Bangladesh protested against the 1971 war crimes trial in 1971, the successors of 71 survived. But the PakistanPairedists did not achieve dignity as a person. 47 years later they have to go door to door to get rights. They have to survive in different types of low quality work. Due to non-citizenship, the level of misery is unlimited. A report from The Dawn says that because of lack of citizenship and they do not have any valid documents, they can not be related to any business or work. Even some people who work secretly are caught in the hands of the police, in prison. Although these Bengalis, who have done poorly, have to pay bribe even after they leave them. Although Zulfiqar Ali Bhutto's government gave legitimacy to these Bengalis, the papers were not again validated. The Pakistan National Information Registry Office (NADRA) also clarified that it is not ready to renew the validity of the old card. It is said from NADRA that their cards will not be renewed. Because they are not Bangladeshi, Pakistani. The government office gave a temporary card named 'National Identity Card' for the movement of the Pakistani nationals and for carrying out general work. The card received at a very high price is not all in the fate. A Bengali named Khairuddin said to Dawn, "I was born in Pakistan. I live here. He also lived in Pakistan. We have no relation with Bangladesh. " The Pakistani Bengali Action Committee of the Pakistan-based Bengali community has been formed to raise the rights of the people. According to them, approximately 85,000 people live in slums in Karachi's largest fishermen. 75 percent of the country's Bengali Khwaja Salman Khairuddin, head of a political party named Pak Muslim Alliance. His father Khwaja Khairuddin was one of the leaders during the formation of Pakistan. Khairuddin was the mayor of East Pakistan's capital Dhaka in 1960. The group is active in the Bengali community of Karachi. Salman Khairuddin said, "After Bangladesh's independence, many Bengali people left Pakistan and went to Bangladesh. Many of them are still in Pakistan. They did not leave Pakistan for economic reasons at that time. " The Parliamentary Standing Committee decided to give permanent citizenship to the Bengalis living in Pakistan last year. But it has not been implemented yet. And in protest against the decision to give citizenship to the Bengalis, there were protests in Pakistan. Demonstrate for not giving Bengali citizenship The Sindhi political parties have been opposing from the beginning again to initiate the citizenship of the PakistanPrime citizenship. In December 2016, a group called 'Jay Sindh Mahaj' protested against the press club in Karachi. The party's chief Abdul Khalik Zunzo said, "With the massive immigration and migration of people inside the country, the Sindhi people are being made minorities in their own province." With strong stance against the legitimacy of Bengalis, Junooo said, "The government should send them to Bangladesh and ensure that they can not vote or enjoy other state rights."

its because we will relocate them in Rakhine state carved out of that terrorist country known as Bangdesh
 
.
We have granted Urdu speaking Bihari legal status Pakistan should reciprocate same for those Bengali people who tried to save uniter Pakistan. Any injustice will further strain two brotherly country and benefit the enemy's.

or we can send them to BD so Hasina fulfills her dream of killing every Pakistan loving Bangali
 
. .
Thousands of the Bengali people got the result of love for Pakistan instead of their own country. Pakistan did not give them citizenship even after 47 years of leprosy. And education is leading a more stable life due to lack of quality employment. In the past few years, trying to make the Pakistan government forget the court, it seemed to be a bit of a success, when the Pakistani parties were protesting against giving citizenship to them. Now all of them have been 2.8 million, those who live in a large part of Karachi. These Bengali-speaking Pakistanis are scattered in 105 settlements in Karachi. The Bengali settlement is the most populous of the Orangi Town, Ibrahim Hydari Colony, Bilal Colony, Ziaul Huq Colony, Moses Colony, Makar Colony and Larry's Bengali Para. Those who came out of the territory of present Pakistan during the partition of India in 1947, they are called Muhajir. These emigrants are about 8 percent of Pakistan's population. Most of them are Rajasthan, Kanakani, Maradi, Hyderabad, and most of the emigrants are in Sindh province. But while looking at other nations as an emigrant, a little sympathetic, the Bengalis are seen in the eyes of extreme humiliation. As a result, the Pakistani population in Karachi has 7.5 percent of the population in the population of the Bengali population. It is 1.5 to 2.0 million in number. In a report of the Pakistani media The Dawn, it is said that only three hundred thousand Bengali people live in Karachi. Most of them work as a garment worker and lodging. Besides, they have lived a poor life by doing poor work. Their ancestors were vocal against the war of liberation in West Pakistan in 1971. And still, there is a rally-rally in Bangladesh. But the Pakistani government does not mind. In Bangladesh during the Liberation War, in Bangladesh, some Leftist groups, including Jamaat-e-Islami, Muslim League, along with religion-based groups, along with some Left parties, stood against Bangladesh's independence. Cooperation in the mass killings of people of the country. At that time a significant number of Bengalis lived in the western part of Pakistan. One part of them returned home in various ways during the war. Some people end up fighting Asa Another part of Pakistan's love is forgotten due to their own country. Not only that, the people of Pakistan were making a bad name in the mind of the Pakistanis. After nearly four decades of independence, 71 protesters in Bangladesh protested against the 1971 war crimes trial in 1971, the successors of 71 survived. But the PakistanPairedists did not achieve dignity as a person. 47 years later they have to go door to door to get rights. They have to survive in different types of low quality work. Due to non-citizenship, the level of misery is unlimited. A report from The Dawn says that because of lack of citizenship and they do not have any valid documents, they can not be related to any business or work. Even some people who work secretly are caught in the hands of the police, in prison. Although these Bengalis, who have done poorly, have to pay bribe even after they leave them. Although Zulfiqar Ali Bhutto's government gave legitimacy to these Bengalis, the papers were not again validated. The Pakistan National Information Registry Office (NADRA) also clarified that it is not ready to renew the validity of the old card. It is said from NADRA that their cards will not be renewed. Because they are not Bangladeshi, Pakistani. The government office gave a temporary card named 'National Identity Card' for the movement of the Pakistani nationals and for carrying out general work. The card received at a very high price is not all in the fate. A Bengali named Khairuddin said to Dawn, "I was born in Pakistan. I live here. He also lived in Pakistan. We have no relation with Bangladesh. " The Pakistani Bengali Action Committee of the Pakistan-based Bengali community has been formed to raise the rights of the people. According to them, approximately 85,000 people live in slums in Karachi's largest fishermen. 75 percent of the country's Bengali Khwaja Salman Khairuddin, head of a political party named Pak Muslim Alliance. His father Khwaja Khairuddin was one of the leaders during the formation of Pakistan. Khairuddin was the mayor of East Pakistan's capital Dhaka in 1960. The group is active in the Bengali community of Karachi. Salman Khairuddin said, "After Bangladesh's independence, many Bengali people left Pakistan and went to Bangladesh. Many of them are still in Pakistan. They did not leave Pakistan for economic reasons at that time. " The Parliamentary Standing Committee decided to give permanent citizenship to the Bengalis living in Pakistan last year. But it has not been implemented yet. And in protest against the decision to give citizenship to the Bengalis, there were protests in Pakistan. Demonstrate for not giving Bengali citizenship The Sindhi political parties have been opposing from the beginning again to initiate the citizenship of the PakistanPrime citizenship. In December 2016, a group called 'Jay Sindh Mahaj' protested against the press club in Karachi. The party's chief Abdul Khalik Zunzo said, "With the massive immigration and migration of people inside the country, the Sindhi people are being made minorities in their own province." With strong stance against the legitimacy of Bengalis, Junooo said, "The government should send them to Bangladesh and ensure that they can not vote or enjoy other state rights."


This is Pakistan's internal affair.
 
.
পাকিস্তানের দালালির ‘উচিত শিক্ষা’
This woman PM of BD remains a low class maid like creature as she has been all along. She is so revengeful of everything!! Hitler wanted to change the mindset of his German people. Here, this woman is always bickering to change the mindset of her countrymen.

But, a mind belongs to a person who keeps it within himself. How she is going to change a person's mind if he holds Pakistan dear? It is his personal belief only. She should hide her troops in the stadium to kill those thousands who shout for Pakistan when it plays against any country other than BD.
 
. .
or we can send them to BD so Hasina fulfills her dream of killing every Pakistan loving Bangali
Rather you should throw them in Arabian sea.We don't care.We have no relation with them.Those rajakar, al-badar and their descendants have no place in independent Bangladesh.They choose to betray with their motherland and now testing the sweet result of that.Let them realize the true meaning of their 'Pyara Pakistan'. I would rather take 1 million Rohingyas than those traitors.
 
. .
We have granted Urdu speaking Bihari legal status Pakistan should reciprocate same for those Bengali people who tried to save uniter Pakistan. Any injustice will further strain two brotherly country and benefit the enemy's.
Rather we should revoke each and every Bihari's citizenship and kick them out from Bangladesh. If Pakistan do not give citizenship to the Bengali people who were loyal to their state and giving trial of loyalty for 47 years, then why we should give citizenship to Biharis who were treacherous to our country and fought side by side with Pak occupation forces and done atrocity against Bengali people? Will Pakistan give citizenship to any Mukti Bahini fighters? a big No. Then why should we?
 
. .
Status
Not open for further replies.
Back
Top Bottom