Riyad
FULL MEMBER
- Joined
- Jul 30, 2015
- Messages
- 1,525
- Reaction score
- -5
- Country
- Location
চট্টগ্রাম বন্দরকে নেতিবাচকভাবে উপস্থাপন ভারতীয় তেলেগু ছবিতে, ব্যবস্থা নিবে বন্দর কর্তৃপক্ষ
ফরহাদ সিকদার ও জোবাইর রিফাত (২০১৯-০৩-১৩ ১০:৫৭:৪৭)
গত ২০১৮ সালের আগস্টে “GOODACHARI” নামে একটি তেলেগু চলচ্চিত্র মুক্তি পায় যা পরে “INTELLIGENT KHILADI (ইনটেলিজেন্ট কিলাডি)” নামে হিন্দি ভাষায় ডাবিং করা হয় ডিসেম্বরে। এ ছবিতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরকে উপস্থাপন করা হয়েছে নেতিবাচকভাবে। পাশাপাশি চট্টগ্রামকে দেখানো হয়েছে জঙ্গিদের আস্তানা হিসেবে।
২ ঘন্টা ২৫ মিনিট ৭ সেকেন্ডের এই চলচ্চিত্রে ১ ঘন্টা ৩০ মিনিটের সময় দেখা যায় নায়ক সাগরপথে বন্দরের দক্ষিণ টার্মিনাল হয়ে চট্টগ্রামে পালিয়ে আসে। যেখানে স্পষ্ঠতই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন ছবির পরিচালক শশী কিরান টিক্কা।
ছবিটির বেশকিছু অংশজুড়ে চট্টগ্রাম বন্দরের ভিডিওচিত্র থাকায় ,বিষয়টি নিয়ে সিপ্লাসটিভি কথা বলেছে বন্দরের মুখপাত্র এবং সচিব জনাব ওমর ফারুকের সাথে, তাকে বিষয়টি অবহিত করার পর তিনি বিষয়টি নিয়ে বিস্মিত হওয়ার পাশাপাশি তার ক্ষোভমিশ্রিত অভিমতও ব্যক্ত করেন।
এদিকে বন্দর সচিব বলেছেন,‘ প্রথমত এই ছবির শ্যুটিং চট্টগ্রাম বন্দরে হয় নি, তারা নিজস্ব সেট তৈরি করে এই ছবিটি নির্মাণ করেছে বলে আমার ধারণা। সাউথ টার্মিনাল বলতে কোনো টার্মিনাল চট্টগ্রাম বন্দরে নেই।’
তারপর নায়ক এসে ইমিগ্রেশন করে গেইট পাসের ভিডিওচিত্রে দেখা যায় লেখা রয়েছে,‘CHITTAGONG SEA PORT ARRIVAL’।
অথচ সচিব বলছেন এই ধরণের কোনো ইমিগ্রেশন চট্টগ্রাম বন্দরে নেই এবং তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে পণ্য-আসা যাওয়া হয়, যাত্রী নয়।
দেখা যায় ছবিটিতে বন্দর সিকিউরিটির পোশাকেও যথেষ্ঠ অমিল রয়েছে এবং কাল্পনিক এই ভিডিওচিত্রে বন্দরের অফিসে একটি স্যাটেলাইট চ্যানেলের চলমান খবরেও দেখা যায় একটি ভারতীয় চ্যানেল।
ছবিটিতে আরও ব্যবহার করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। সেটিও যথেষ্ঠ সত্য কি না সন্ধিহান বলেছেন বন্দর সচিব ওমর ফারুক।
চট্টগ্রাম বন্দরের বাহিরের গেইটে দেখা যায় সেটিও সম্পূর্ণ মেকি এবং কৃত্রিম।
বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জানা আছে কি না এবং এতে চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি যৌথভাবে জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক সিপ্লাসটিভিকে বলেন, ‘ এটি তথ্য মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপের বিষয় এবং আমি এই ব্যাপারে অবগত নই। তবে আমি বিষয়টি নিয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো’। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেও জানান তিনি।
তেলেগু ছবির পরিচালক শশী কিরান টিক্কার পরিচালনায় এই ছবির তেলেগু ভাষায় প্রযোজনা করে অভিশেক ফিকচার'স নামে প্রযোজনা প্রতিষ্ঠান যা পরে অদিত্য মুভি এন্ড এন্টারটেইনমেন্ট নামক আরেকটি প্রতিষ্ঠান হিন্দি ভাষায় প্রযোজনা করে। ছবিতে অভিনয় করেন দক্ষিণ ভারতের অভিনেতা অদিবি শেষ, প্রকাশ রাজ, সবিতা দুলিপালা, মধু শালিনি, জগপতি বাবু সহ আরো অনেকেই।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ৪.৯ মিলিয়ন ইউএস ডলার আয় করেছে বলে উইকিপিডিয়ার সুত্রে জানা যায় যেখানে ছবির বাজেট ছিল এক মিলিয়নেরও কম।
মূলত ছবিটিতে দেখা যায় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামকে অপরাধীদের জায়গা হিসেবে নানাভাবে ছবিতে উপস্থাপন করা হয়। তেলেগু ও তামিল চলচ্চিত্র মিলিত ভাবে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প রাজস্বের ৩৬% প্রতিনিধিত্ব করে।
http://www.cplusbd.net/epaper/singl...2VT5KdYzEH71iuLC7lE6r82fuLL6D7rGgWh9ib4Xv69e0
In August 2018, a Telugu movie "GOODACHARI" was released which was later dubbed in Hindi as "INTELLIGENT KHILADI (Intelligent Kidney)" in December. In this film, Chittagong and Chittagong port have been presented negatively. Besides, Chittagong has been shown as militants' dormitory.
In the 2 hour 25 minute 7 second film, the hero appears in the sea on the south side of the port and runs away to Chittagong. Shashi Kiran Tikka, director of the picture, which is presently portraying different images of Chittagong port.
After portraying the port of Chittagong port, several parts of the film said, regarding the matter, with the spokesman and secretary of the port, Mr. Omar Farooq, after informing him about the matter, he was surprised at the issue and expressed his angry opinion.
Meanwhile, the port secretary said, "First of all, the shooting of this film has not been done at Chittagong port, they have created this set by creating their own set. There is no Terminal Chittagong port in the South Terminal. '
Then the protagonist came and posted on the video footage of the passage of the passage, "CHITTAGONG SEA PORT ARRIVAL".
However, the secretary says such immigration does not exist in the Chittagong port and he also said that commodities are being visited at the Chittagong port, not the passengers.
There is also a great deal of discrepancy in the port security in the film, and the fictional video shows a satellite channel's news report in the port office in the port office shows an Indian channel.
It has been used more in the film by the Government of the People's Republic of Bangladesh. It is also true that Shandhhan said that the port secretary Omar Farooq
It is also found in the outer gates of the port of Chittagong that it is completely dummy and artificial.
Asked whether the Chittagong Port Authority is aware of this and jointly asked Chittagong Port and the image of Bangladesh, the port secretary told Omar Faruq to the opposition, "It is a matter of interference from the Ministry of Information and I am not aware of this. But I will talk to my senior authority about the matter. The matter is of great concern, he said.
Produced by Telugu film director Shashi Kiran Tikkar in Telugu, produced in this film, produced by Abhishek Ficchar's production company, which later produced another film called Aditya Movie and Entertainment in Hindi. In the film, actors Adi Dina, Prakash Raj, Sabita Dulipala, Madhu Salini, Jagat Babu, along with many other actors in South India.
This image, which was released in 2018, has earned 4.9 million US dollars, according to Wikipedia, where the budget was less than one million.
It is mainly seen in the picture that the second capital Chittagong of Bangladesh is presented in many ways as the place of criminals. Telugu and Tamil films together represent 36% of South India's film industry revenue.
ফরহাদ সিকদার ও জোবাইর রিফাত (২০১৯-০৩-১৩ ১০:৫৭:৪৭)
গত ২০১৮ সালের আগস্টে “GOODACHARI” নামে একটি তেলেগু চলচ্চিত্র মুক্তি পায় যা পরে “INTELLIGENT KHILADI (ইনটেলিজেন্ট কিলাডি)” নামে হিন্দি ভাষায় ডাবিং করা হয় ডিসেম্বরে। এ ছবিতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরকে উপস্থাপন করা হয়েছে নেতিবাচকভাবে। পাশাপাশি চট্টগ্রামকে দেখানো হয়েছে জঙ্গিদের আস্তানা হিসেবে।
২ ঘন্টা ২৫ মিনিট ৭ সেকেন্ডের এই চলচ্চিত্রে ১ ঘন্টা ৩০ মিনিটের সময় দেখা যায় নায়ক সাগরপথে বন্দরের দক্ষিণ টার্মিনাল হয়ে চট্টগ্রামে পালিয়ে আসে। যেখানে স্পষ্ঠতই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন ছবির পরিচালক শশী কিরান টিক্কা।
ছবিটির বেশকিছু অংশজুড়ে চট্টগ্রাম বন্দরের ভিডিওচিত্র থাকায় ,বিষয়টি নিয়ে সিপ্লাসটিভি কথা বলেছে বন্দরের মুখপাত্র এবং সচিব জনাব ওমর ফারুকের সাথে, তাকে বিষয়টি অবহিত করার পর তিনি বিষয়টি নিয়ে বিস্মিত হওয়ার পাশাপাশি তার ক্ষোভমিশ্রিত অভিমতও ব্যক্ত করেন।
এদিকে বন্দর সচিব বলেছেন,‘ প্রথমত এই ছবির শ্যুটিং চট্টগ্রাম বন্দরে হয় নি, তারা নিজস্ব সেট তৈরি করে এই ছবিটি নির্মাণ করেছে বলে আমার ধারণা। সাউথ টার্মিনাল বলতে কোনো টার্মিনাল চট্টগ্রাম বন্দরে নেই।’
তারপর নায়ক এসে ইমিগ্রেশন করে গেইট পাসের ভিডিওচিত্রে দেখা যায় লেখা রয়েছে,‘CHITTAGONG SEA PORT ARRIVAL’।
অথচ সচিব বলছেন এই ধরণের কোনো ইমিগ্রেশন চট্টগ্রাম বন্দরে নেই এবং তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে পণ্য-আসা যাওয়া হয়, যাত্রী নয়।
দেখা যায় ছবিটিতে বন্দর সিকিউরিটির পোশাকেও যথেষ্ঠ অমিল রয়েছে এবং কাল্পনিক এই ভিডিওচিত্রে বন্দরের অফিসে একটি স্যাটেলাইট চ্যানেলের চলমান খবরেও দেখা যায় একটি ভারতীয় চ্যানেল।
ছবিটিতে আরও ব্যবহার করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। সেটিও যথেষ্ঠ সত্য কি না সন্ধিহান বলেছেন বন্দর সচিব ওমর ফারুক।
চট্টগ্রাম বন্দরের বাহিরের গেইটে দেখা যায় সেটিও সম্পূর্ণ মেকি এবং কৃত্রিম।
বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জানা আছে কি না এবং এতে চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি যৌথভাবে জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক সিপ্লাসটিভিকে বলেন, ‘ এটি তথ্য মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপের বিষয় এবং আমি এই ব্যাপারে অবগত নই। তবে আমি বিষয়টি নিয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো’। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেও জানান তিনি।
তেলেগু ছবির পরিচালক শশী কিরান টিক্কার পরিচালনায় এই ছবির তেলেগু ভাষায় প্রযোজনা করে অভিশেক ফিকচার'স নামে প্রযোজনা প্রতিষ্ঠান যা পরে অদিত্য মুভি এন্ড এন্টারটেইনমেন্ট নামক আরেকটি প্রতিষ্ঠান হিন্দি ভাষায় প্রযোজনা করে। ছবিতে অভিনয় করেন দক্ষিণ ভারতের অভিনেতা অদিবি শেষ, প্রকাশ রাজ, সবিতা দুলিপালা, মধু শালিনি, জগপতি বাবু সহ আরো অনেকেই।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ৪.৯ মিলিয়ন ইউএস ডলার আয় করেছে বলে উইকিপিডিয়ার সুত্রে জানা যায় যেখানে ছবির বাজেট ছিল এক মিলিয়নেরও কম।
মূলত ছবিটিতে দেখা যায় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামকে অপরাধীদের জায়গা হিসেবে নানাভাবে ছবিতে উপস্থাপন করা হয়। তেলেগু ও তামিল চলচ্চিত্র মিলিত ভাবে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প রাজস্বের ৩৬% প্রতিনিধিত্ব করে।
http://www.cplusbd.net/epaper/singl...2VT5KdYzEH71iuLC7lE6r82fuLL6D7rGgWh9ib4Xv69e0
In August 2018, a Telugu movie "GOODACHARI" was released which was later dubbed in Hindi as "INTELLIGENT KHILADI (Intelligent Kidney)" in December. In this film, Chittagong and Chittagong port have been presented negatively. Besides, Chittagong has been shown as militants' dormitory.
In the 2 hour 25 minute 7 second film, the hero appears in the sea on the south side of the port and runs away to Chittagong. Shashi Kiran Tikka, director of the picture, which is presently portraying different images of Chittagong port.
After portraying the port of Chittagong port, several parts of the film said, regarding the matter, with the spokesman and secretary of the port, Mr. Omar Farooq, after informing him about the matter, he was surprised at the issue and expressed his angry opinion.
Meanwhile, the port secretary said, "First of all, the shooting of this film has not been done at Chittagong port, they have created this set by creating their own set. There is no Terminal Chittagong port in the South Terminal. '
Then the protagonist came and posted on the video footage of the passage of the passage, "CHITTAGONG SEA PORT ARRIVAL".
However, the secretary says such immigration does not exist in the Chittagong port and he also said that commodities are being visited at the Chittagong port, not the passengers.
There is also a great deal of discrepancy in the port security in the film, and the fictional video shows a satellite channel's news report in the port office in the port office shows an Indian channel.
It has been used more in the film by the Government of the People's Republic of Bangladesh. It is also true that Shandhhan said that the port secretary Omar Farooq
It is also found in the outer gates of the port of Chittagong that it is completely dummy and artificial.
Asked whether the Chittagong Port Authority is aware of this and jointly asked Chittagong Port and the image of Bangladesh, the port secretary told Omar Faruq to the opposition, "It is a matter of interference from the Ministry of Information and I am not aware of this. But I will talk to my senior authority about the matter. The matter is of great concern, he said.
Produced by Telugu film director Shashi Kiran Tikkar in Telugu, produced in this film, produced by Abhishek Ficchar's production company, which later produced another film called Aditya Movie and Entertainment in Hindi. In the film, actors Adi Dina, Prakash Raj, Sabita Dulipala, Madhu Salini, Jagat Babu, along with many other actors in South India.
This image, which was released in 2018, has earned 4.9 million US dollars, according to Wikipedia, where the budget was less than one million.
It is mainly seen in the picture that the second capital Chittagong of Bangladesh is presented in many ways as the place of criminals. Telugu and Tamil films together represent 36% of South India's film industry revenue.