What's new

$4.5b credit deal signed with India

http://wap.business-standard.com/ar...r-infra-16-other-projects-117100400367_1.html

The new Indian line of credit, worth a staggering $4.5 billion, will be used to fund 17 major projects in Bangladesh, which include electricity, railroads, roads, shipping and ports.
As with previous LoC agreements, Bangladesh will pay an interest rate of 1 per cent a year. It will have 20 years to pay back the loans, with a grace period of five years.

You forgot to mention that a large percentage of these 'loans' (i.e lines of credit) has to be 'spent' using Indian sources, Indian contractors and Indian products/goods. Which does not help our local contractors and products.

Awful lots of strings attached and mainly a Public Relations/Showboating exercise....India has not given a lot of anything but it 'shows' like it did.

Given that some of these products and sources might be available cheaper in other countries, we may not use these lines of credits even.

India itself has been using Chinese lines of credit and goods for some large projects, specifically for Electrical Power Station and power grid construction.

That means relations with Bangladesh will not be improving anytime soon.

Bhai Armor aur defense industry ka ToT lekar aa jaiye, relations zarur thik ho jaiga. :-)

This is hollow Indian PR exercise, Pakistan should reciprocate with some suitor PR exercise of their own. :-)

A former caretaker government adviser, Mirza Azizul Islam, said the fresh credit deal with India was similar to that of the suppliers’ credit, a worst form of loan.

ভারত আমাদের কি শর্তে ঋণ দিচ্ছে জানলে আপনি অবাক হবেন!

My thoughts exactly. Well stated! :-)

What will this credit line total to Bangladeshi external debt?

From India the total line of credit is 8 billion per @UKBengali

With the just signed 4.5 billion dollar line of credit from India to BD, that makes it 8 billion US dollars in total but not all of the 1 billion US dollars from 2010 has even been disbursed yet.

For total external debt,

https://tradingeconomics.com/bangladesh/external-debt?embed
 
.
Banya will take 100 years to release this amount.
12:00 AM, October 01, 2017 / LAST MODIFIED: 03:27 AM, October 01, 2017
$3 Billion Indian Credit: Half a billion used in 7yrs
Agreement on $4.5b more this week

text_93.jpg

Rejaul Karim Byron
Bangladesh's utilisation of Indian lines of credit has been nothing more than a sorry state of affairs in the past seven years.

Over the period, Dhaka has witnessed renewed vigour in New Delhi's commitments to financing projects with credits doubling and redoubling.

On top of two LoCs involving $3.06 billion that India already committed, a third one amounting to $4.5 billion is now in the pipeline.

But since 2010, Bangladesh could use only $576 million until last month.

A grim picture of the LoC utilisation surfaces at a time when India is all set to open the third and biggest yet LoC for Bangladesh through signing of an agreement during Indian Finance Minister Arun Jaitley's three-day Dhaka visit beginning on Tuesday.

Bangladesh finance ministry officials attributed the sluggish fund utilisation to delays in project selection, approval process, tender procedure, project design finalisation and loan agreement signing with Indian Exim Bank and complexity in land acquisition.

Economic Relations Division Secretary Kazi Shofiqul Azam told The Daily Star on Thursday, “On our part, if we can speed up the work, the implementation will be faster.”

Many projects under the second LoC still could not be readied by the ministries concerned. In future, the secretary said, they will try to disburse 20 percent of the project money every year, which is a standard performance criterion.

ERD has asked all parties to work accordingly.

Regarding the third LoC, Shofiqul Azam said they already completed the project selection to reduce delays. He hoped that the project implementation rate will increase in future.

Until last month, India disbursed around 60 percent of its first LoC of $1.06 billion, sanctioned in August 2010.

And the disbursement of the second LoC of $2 billion, committed during Indian Prime Minister Narendra Modi's Dhaka visit in June 2015 and approved in March 2016, is yet to begin, finance ministry data show.

A third LoC involving $4.5 billion was initiated during Prime Minister Sheikh Hasina's India visit in April this year.

Of the first loan, $200 million was channelled to the Padma bridge project as grants.

New Delhi later provided another $62 million after the cost of several projects rose. The total amount of project credit finally stood at $862 million, of which $376 million has been received till last month.

Of the sum, $240 million was spent under nine projects to buy buses, passenger coaches, wagons, locomotives and a dredger from India. Three other projects were almost completed.

Implementation of three remaining projects -- construction of Dhaka-Tongi-Joydevpur dual gauge rail line and construction of Khulna-Mongla rail line with a bridge over the Rupsa River -- have been delayed for difficulties in acquiring land.

The allocation for Dhaka-Joydevpur rail line was $123 million and only $0.13 million of it has been spent. Of $78 million for Kulaura-Shahbazpur dual gauge rail line project, $0.12 million has been spent. The Khulna-Mongla rail line project got $308 million allocation but only $43 million was used.

A finance ministry official said implementation of the Khulna-Mongla rail line project can now start as the issues blocking the project have been resolved recently. The work on the project has begun but the problem regarding Dhaka-Joydevpur dual gauge rail line has not yet been solved.

With the second LoC, 14 projects are to be implemented and Indian Exim Bank approved 12 of those.

About one and a half years after signing of the loan agreement, only three projects were approved by the Executive Committee of the National Economic Council (Ecnec). Now the process of tender document preparation is on.

The three ready-to-be-implemented projects involve procurement of trucks and buses for Bangladesh Road Transport Corporation as well as equipment and machinery for road construction and repair and maintenance of road infrastructures. Indian allocation for these three projects is $136 million.

Of the nine other projects, Ecnec approved improvement of Ashuganj River port to Akhaura land port road as four lane national highway where Indian allocation is $283.67 million.

Besides, Ecnec has approved construction of two out of five medical colleges under a project of the health ministry.

The two medical colleges will be built at Patuakhali and Jamalpur; Indian allocation for this is around $70 million.

Under the third LoC, 17 projects have primarily been selected and Indian Exim Bank has consented to those. Finance ministry officials say that to expedite the implementation, the projects were selected before signing of the local agreement. However, the projects have not yet been readied for implementation.

As per the rules, the implementation of any project starts only after Ecnec okays it. But not a single project has been approved by Ecnec after signing of the primary deals during Hasina's India visit in April.

Of around $4.5 billion under the third credit deal, $1b will be spent on the infrastructure development for power evacuation facilities of Rooppur Nuclear Power Plant. When the power plant will generate electricity, a line will be set up to supply the power to the national grid.

This time India will also provide credit for upgrading 245km roads -- Benapole-Jessore-Narail-Bhanga (135km), Ramgarh-Baruerhat (35km) and Mainamati-Brahmanbaria-Sarail (75km) -- considering transit and transshipment facilities and the operation of Chittagong and Mongla ports.

At least three of the projects involve the development of economic zones, a priority for the Bangladesh government as it looks to ramp up private sector investment.

Of the total amount of the credit, about $500 million will be used for setting up new economic zones for Indian and other investors, according to officials of the finance ministry and Bangladesh Economic Zones Authority.

Some $100 million will be provided for building a dedicated economic zone spanning 1,005 acres in Mirsarai of Chittagong for the neighbouring country's investors -- a move that has been hailed by Narendra Modi.

Another $100 million may be used for developing a special economic zone at Payra or Moheshkhali; $300 million may be allocated for developing infrastructure of different economic zones.
http://www.thedailystar.net/frontpage/3-billion-indian-credit-half-billion-used-8yrs-1470142
 
.
প্রকাশ : ০৬ অক্টোবর, ২০১৭ ০৩:৫৩:১৩ | অাপডেট: ০৬ অক্টোবর, ২০১৭ ০৩:৫৩:১৯
printer.png
প্রিন্ট
ab-mirza-azizul_59731_1507240393.jpg

This loan was not required
এই ঋণের প্রয়োজন ছিল না

Dr.A B M Mirza Aziz.
Economist & former Advisor of the Caretaker Government.
ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম

অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা|
ভারতের সঙ্গে সর্বশেষ সাড়ে চারশ’ কোটি ডলার বা ৩৬ হাজার কোটি টাকার যে ঋণচুক্তি (লাইন অব ক্রেডিট বা এলওসি) স্বাক্ষর করেছে বাংলাদেশ, এ বিষয়ে আমার বক্তব্য হল, এ ঋণের প্রয়োজনীয়তা প্রশ্নসাপেক্ষ।

প্রথম কথা হল, বৈদেশিক ঋণ কেন নেয়া হয়? ঋণ নেয়া হয় ফরেন এক্সচেঞ্জের জন্য। কিন্তু আমাদের হাতে তো ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ফরেন এক্সচেঞ্জের জন্য আমাদের আপাতত সমস্যায় পড়তে হচ্ছে না। এ জন্য এখন বৈদেশিক ঋণের প্রয়োজন নেই।

তবে ভারতের সঙ্গে এ ঋণচুক্তির একটি ইতিবাচক দিক হল, এতে সুদের হার কম। তারপরও ৭৫ ভাগ কনসালটেন্সি ভারত থেকে নিতে হবে এবং এ ঋণ দিয়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর প্রয়োজনীয় মালামালও দেশটি থেকে নেয়ার যে শর্ত রয়েছে তাতে প্রতিযোগিতা না থাকায় পণ্যের মূল্য এবং অন্যান্য ফি আন্তর্জাতিক বাজার থেকে বেশি হবে। এ কারণে ইফেকটিভ বা নামীয় সুদহার বেশি হবে। এর বাইরে যেসব আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা ঋণ পাই, সেখানে কমিটমেন্ট ও ডিসবার্সমেন্ট হয় না। ফলে অন্য দেশ থেকে এলওসি ধরনের ঋণ নেয়ার চেয়ে সংস্থার ঋণই ভালো।

ঋণ নেয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় হল, আমাদের প্রকল্প বাস্তবায়ন সক্ষমতার অভাব। যেখানে ভারত থেকে নেয়া প্রথম একশ’ কোটি ডলার ঋণের প্রকল্পগুলোর কাজই এখনও শেষ করা সম্ভব হয়নি, দ্বিতীয়বারের দু’শ কোটি ডলার ঋণের প্রকল্পগুলোতে তো হাত দেয়াই সম্ভব হয়নি, সেখানে তৃতীয়বারের মতো ৪৫০ কোটি ডলারের আরেকটি ঋণচুক্তি করে নিজেদের ঋণের বোঝা বাড়ানোর কারণটা একেবারেই পরিষ্কার নয়।

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ঋণ নেয়ার থেকেও আমাদের বেশি প্রয়োজন অন্য দুটো বিষয়- যার একটি হল ভারতের বাজারে আমাদের রফতানি পণ্য প্রবেশে শুল্কবহির্ভূত বাধাগুলো দূর করা। দেশটিতে পণ্য রফতানিতে অ্যান্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলসহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের রফতানিকারকদের। যেমন- আমাদের বিএসটিআই’র পণ্য-পরীক্ষাকে তারা গ্রহণ না করে চেন্নাইয়ে পুনরায় পরীক্ষার জন্য পাঠায়। এভাবে সময়-অর্থ অপচয়ের পাশাপাশি নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে রফতানিকারকদের।

দ্বিতীয় বিষয়টি হল, ভারত থেকে আমাদের কাক্সিক্ষত খাতে বিনিয়োগ নিয়ে আসা। এ দুটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন না এলে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত থেকে আমাদের খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। অথচ মিডিয়ার প্রতিবেদনগুলোতে এ দুটি বিষয়ে অগ্রগতির কোনো খবরই দেখতে পাইনি। ভারত থেকে নেয়া ঋণ, ঋণের শর্ত, সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে আমাদের সক্ষমতা বিবেচনায় নিলে এ ঋণ নেয়ার প্রয়োজনীয়তা নেই বলেই আমার মনে হয়।

ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম : অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
https://www.jugantor.com/online/opinion/2017/10/06/59731/এই-ঋণের-প্রয়োজন-ছিল-না
 
. .
22279753_1704403086239564_1270268908834911630_n.jpg


01:56 PM, October 07, 2017 / LAST MODIFIED: 02:04 PM, October 07, 2017
BNP criticises $4.5b Indian credit
rizvi-web_3_0.jpg

Star File Photo
Star Online Report
BNP today criticised the government over the USD 4.5 billion Indian credit, saying Bangladesh could not implement projects of the previous credits.
Alleging that India provided difficult conditions for their previous credits, BNP said that a further credit agreement “is not a blessing” for the people of Bangladesh.

BNP’s Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi made the statement in a press briefing arranged at the party’s Nayapaltan central office this morning.

“It is not a blessing for country’s people that Bangladesh has signed further loan agreement with India as the government faced problems to implement previous projects as India provided the loans under difficult conditions,” said Rizvi.

Rizvi said the government signed a $200 crore credit agreement with India in 2016, which is yet to be disbursed. “Only $37.60 crore out of $100 crore credit of first LoC was released within seven years.”

Dhaka and New Delhi signed a $4.5 billion credit agreement of the third Line of Credit (LoC) at the finance ministry on Wednesday. Indian Finance Minister Arun Jaitley visited Dhaka and administered the agreement signing.
Seventeen projects have already been identified for implementation under the third LoC.
http://www.thedailystar.net/politics/bnp-criticises-4.5-billion-indian-credit-1472869
 
. .
Indian Loan and Pinak Ranjans Anger.
ভারতীয় ঋণ এবং পিনাক রঞ্জনের খোঁচা

সৈয়দ আবদাল আহমদ১২ অক্টোবর ২০১৭,বৃহস্পতিবার, ১৭:৩৩আপডেট: ১২ অক্টোবর ২০১৭,বৃহস্পতিবার, ১৭:৩৩
ভারতীয় ঋণের জালে আবারো জড়িয়ে গেল বাংলাদেশ। বলা নেই, কওয়া নেই হঠাৎ সই হয়ে গেল বড় একটি ঋণচুক্তি। গত ৪ সেপ্টেম্বর ভারতের কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ নেয়ার এই চুক্তি সই করেছে বাংলাদেশ। বাংলাদেশী মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এই অর্থ অবকাঠামো খাতের প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে বলে উল্লেখ করা হয়।

ভারতের সাথে এর আগে একই ধরনের আরো দু’টি ঋণচুক্তি সই করে বাংলাদেশ। এই চুক্তি লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
প্রথম এলওসি ছিল ১০০ কোটি ডলারের,
দ্বিতীয়টি ২০০ কোটি ডলারের আর বর্তমান
তৃতীয়টি ৪৫০ কোটি ডলারের


২০১০ ও ২০১৬ সালে ভারতের সাথে সই হওয়া দু’টি ঋণচুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া খুবই মন্থর এবং হতাশাজনক।

১০০ কোটি ডলারের প্রথম ঋণচুক্তির আওতায় ১৫টি প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও অর্ধেক প্রকল্পের কাজও বাস্তবায়িত হয়নি।

ভারত অর্থ ছাড় করেছে মাত্র ৩৫ কোটি ডলার।

আর দুর্ভাগ্যজনক হচ্ছে ২০০ কোটি ডলারের দ্বিতীয় ঋণচুক্তির কোনো অর্থ অর্থাৎ একটি টাকাও এখন পর্যন্ত ছাড় হয়নি।

এ অবস্থায় ৪৫০ কোটি ডলারের আরো একটি বড় ঋণচুক্তি করা বাংলাদেশের ঘাড়ে বড় ঋণের বোঝা চাপিয়ে দেয়ার শামিল নয় কি? এ ঋণ একদিন বাংলাদেশের গলায় কাঁটা বা ফাঁস হয়ে দাঁড়ায় কি না সেটাই দেখার বিষয়।


নতুন ঋণচুক্তির শর্ত আগের দু’টির মতোই।
অর্থাৎ ভারতীয় ঠিকাদারেরাই প্রকল্পের কাজ পাবেন।
পূর্ত কাজের প্রকল্পের ৬৫ শতাংশ পণ্য ও সেবা ভারত থেকে আনতে হবে।
পূর্ত কাজ ছাড়া অন্য প্রকল্পের জন্য ভারত থেকে বাধ্যতামূলকভাবে আনতে হবে ৭৫ শতাংশ পণ্য ও সেবা।
একই মানের পণ্য কম দামে অন্য দেশ থেকে পাওয়া গেলেও তা আনা যাবে না।
ঋণের সুদের হার ১ শতাংশ।
এর বাইরেও রয়েছে দশমিক ৫০ শতাংশ প্রতিশ্রুতি মাশুল।
সুদ ও মাশুল মিলে ঋণের বিপরীতে বাংলাদেশকে পরিশোধ করতে হবে ১ দশমিক ৫০ শতাংশ।

বিশ্বব্যাংক ঋণ পরিশোধে ৪০ বছর সময় দেয়। গ্রেস পিরিয়ড মেলে ১০ বছর।
আর ভারতের ক্ষেত্রে সেটা ২০ বছর ও পাঁচ বছর।

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কেনাকাটার বেশির ভাগই করতে হবে ভারত থেকে। সেক্ষেত্রে প্রতিযোগিতার কোনো সুযোগ রাখা হয়নি।

হঠাৎ করে এমন শর্তে কেনো এই ভারতীয় ঋণ, এর সুস্পষ্ট কোনো জবাব নেই। বাংলাদেশ বড় ধরনের আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে, এমন আশঙ্কাও ছিল না।
বরং আমরা জানি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলার। সাধারণত ঋণ নেয়া হয় ফরেন এক্সচেঞ্জের জন্য। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ রিজার্ভ রয়েছে সে কারণে ফরেন এক্সচেঞ্জের জন্য আপাতত সমস্যায় পড়ার কথা নয়। এজন্য এখন বৈদেশিক ঋণের প্রয়োজন ছিল না। এই ঋণচুক্তি তাই অনেক প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করছে।

ভারতের এই বড় ঋণচুক্তি নিয়ে দেশের বিশেষজ্ঞরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো: আজিজুল ইসলাম ইতোমধ্যে বলেছেন যে, এ ঋণের প্রয়োজনীয়তা প্রশ্নসাপেক্ষ। এ মুহূর্তে দেশে এ ধরনের ঋণের প্রয়োজন ছিল না।

ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ঋণ নেয়ার থেকেও আমাদের বেশি প্রয়োজন অন্য দুটো বিষয় যার একটি হলো ভারতের বাজারে আমাদের রফতানির পণ্য প্রবেশে শুল্কবহির্ভূত বাধাগুলো দূর করা। দেশটিতে পণ্য রফতানিতে অ্যান্টি ডাম্পিং, কাউন্টার ভেইলসহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের রফতানিকারকদের। যেমন- আমাদের বিএসটিআইর পণ্য পরীক্ষা ভারত গ্রহণ না করে চেন্নাইয়ে আবার পরীক্ষার জন্য পাঠায়। এভাবে সময় এবং অর্থ অপচয়ের পাশাপাশি নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে রফতানিকারকদের।

দ্বিতীয় বিষয়টি হলো, ভারত থেকে আমাদের কাঙ্ক্ষিত খাতে বিনিয়োগ নিয়ে আসা। এ দু’টি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন না এলে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত থেকে আমাদের খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। তাই ভারত থেকে নেয়া ঋণ, ঋণের শর্ত, সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে আমাদের সক্ষমতা বিবেচনায় নিলে এ ঋণ নেয়ার প্রয়োজনীয়তা নেই। যেখানে ভারত থেকে নেয়া প্রথম এক শ’ কোটি ডলার ঋণের প্রকল্পগুলোর কাজই এখনো শেষ হয়নি এবং দ্বিতীয়বারের দু শ’ কোটি ডলার ঋণের প্রকল্পে হাতই দেয়া সম্ভব হয়নি, যেখানে তৃতীয়বারের মতো ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি বোঝা বাড়ানো ছাড়া কিছুই নয়।


আসলে এ চুক্তির ফলে বাংলাদেশ লাভবান তো হবেই না, বরং ভারত কৈয়ের তেলে কৈ ভাজবে।
আর বাংলাদেশ ক্রমেই ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকবে।
কিছু দিন আগে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছিলেন, ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে তৃতীয় নম্বর উৎস। বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় চাকরি করছেন। ভারতের বিরাট বাজার বাংলাদেশ। সামনের দিনগুলোয় ভারতনির্ভরশীলতা আরো কত বেশি হয় সেটাই প্রশ্ন।
ভারত আসলে কার বন্ধু?
ভারতের সাথে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ঋণচুক্তি সইয়ের পর ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির মন্তব্য ছিল, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোত্তম। এটা অন্যান্য দেশের জন্য মডেল।’

আরো এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ককে আমি বলব, ‘গোল্ডেন পিরিয়ড অব ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের স্বর্ণযুগ’। অর্থাৎ দুই অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলাদেশ ভারতের পরম বন্ধু এ কথাই দাঁড়ায়।

এখন প্রশ্ন হচ্ছে ভারত যদি আমাদের পরম বন্ধুই হয় কিংবা এই সময়টা যদি সর্বোত্তম এবং বন্ধুত্বের স্বর্ণযুগই হয়, তাহলে রোহিঙ্গা ইস্যুতে আমরা এতিম হয়ে গেলাম কেন? আমরা তো কয়েক বছর ধরেই জানি ভারত আমাদের বন্ধু, চীন আমাদের বন্ধু, রাশিয়া আমাদের বন্ধু। কিন্তু আমাদের বড় বিপদের দিনে এই তিন বন্ধুর কাউকেই তো আমরা কাছে পেলাম না।

আর আমাদের সেটাও দেখতে হলো চীন এবং রাশিয়া যে কাজটি প্রকাশ্যে করেনি, ভারত আগ বাড়িয়ে গিয়ে সেটা প্রকাশ্যে করেছে।
রাখাইনে যখন গণহত্যা চলছে, রোহিঙ্গা মুসলমানরা যখন স্রোতের মতো বাংলাদেশে পালিয়ে আসছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারে গিয়ে অং সান সু চিকে জোর সমর্থন জানিয়ে এসেছেন। সু চি বলছেন, রাখাইনে আমরা সন্ত্রাস দমন করেছি। আর নরেন্দ্র মোদি তার কথায় সুর মিলিয়ে ঘোষণা করলেন এই সন্ত্রাস দমনে ভারত আপনাদের পাশে আছে। বাংলাদেশের সাথে এই হলো ভারতের বন্ধুত্বের নমুনা।

সু চি যদি সত্যিকার সন্ত্রাস দমনই করতেন, তাহলে আজ রাখাইনের পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এলো কেন? আরাকান স্যালভেশন আর্মি বা আরসার সদস্যসংখ্যা বড়জোর ৫০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়ার রিপোর্টে এসেছে। এই ৫০ জনকে ধরতে কিংবা দমন করতে কি তিন হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা, অসংখ্য নারী ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে হবে? পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানকে মাতৃভূমির ভিটেমাটি ছাড়া করতে হবে? পালাতে বাধ্য করতে হবে? আসলে সন্ত্রাস দমনের কথাটা একটা অজুহাত মাত্র। সন্ত্রাস দমন করতে চাইলে মিয়ানমার আরসাকে দমন করত। জাতিগত নিধন কিংবা গণহত্যা চালাত না। এখানে রোহিঙ্গাকে চিরতরে উচ্ছেদই আসল কথা। আর কোনো রাখঢাক না করেই মিয়ানমারে উপস্থিত হয়ে মিয়ানমারের এই কাজে সমর্থন জানালেন ভারতের নরেন্দ্র মোদি। তাহলে ভারত কার পরম বন্ধু? বন্ধুত্বের স্বর্ণযুগ কাদের সাথে? নিশ্চয় সেটা বাংলাদেশ নয়, মিয়ানমার।
পিনাক রঞ্জনের খোঁচা
ঢাকায় একসময় ভারতের হাইকমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বাংলাভাষী। ঢাকায় ৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুই অর্থমন্ত্রীর মধ্যে যখন ঋণচুক্তি স্বাক্ষর হয়, তার এক দিন পর তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন।

এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে খোঁচার পর খোঁচা মেরে বুঝিয়ে দিলেন ভারত বাংলাদেশের কেমন বন্ধু! বিবিসির সাংবাদিক রোহিঙ্গা ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করেছিল। তিনি সরাসরি জবাব দেন, ‘‘রোহিঙ্গা তো আমাদের প্রবলেম না। এটা তো বিটুইন মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ চায় আমরা মিয়ানমারকে প্রেসার দিয়ে এ প্রভলেম সলভ করে দেই। কিন্তু তাতো হতে পারে না। মিয়ানমারের সাথে তো ভারতের একটা ‘নিজস্ব সম্পর্ক’ রয়েছে। বাংলাদেশের এ আশা করা তো ঠিক না।’’

এটুকু বলেই ক্ষান্ত হননি পিনাক রঞ্জন। বাংলাদেশকে খোঁচা দিতেও ছাড়েননি। তিনি বলেন, ‘চায়না (চীন) ওদের (বাংলাদেশের) বিশেষ বন্ধু হয়েছে এখন। চায়নাকে জিজ্ঞেস করুক। ওরা কিছু করুক। যখন দরকার হয় তখন বাংলাদেশ তো চায়নার কাছে ছুটে যায়। ... কিছু রোহিঙ্গা চায়না নিয়ে নিক না।’

অর্থাৎ বাংলাদেশের প্রতি খুব রাগ!
চীনের সাথে কেন মাখামাখি করতে গেল বাংলাদেশ। ক্ষোভের কারণ এটাই। ভারত ছাড়া অন্য কারো সাথে বাংলাদেশ সম্পর্কে জড়াবে কেন এটাই বুঝিয়ে দিলেন পিনাক রঞ্জন। এই মনোভাব অবশ্য পিনাক রঞ্জনের একারই নয়, ভারতীয় গোটা প্রশাসনেরই।

বাংলাদেশ জ্বি হুজুর হয়ে থাকবে, তারা কেন কথার বাইরে যাবে, ভাবখানা এরকম। এখানে মানবিক দিক বা বাস্তবতার প্রশ্ন গৌণ। মিয়ানমার গণহত্যা চালিয়ে কত লোক মারল, কত লোক উদ্বাস্তু হলো সেটা তাদের দেখার বিষয় নয়। তবে পিনাক রঞ্জন চক্রবর্তী কিংবা ভারতীয় প্রশাসনের এমন মনোভাবই যে সবকিছু নয়, সেটা সেদেশেরই মুম্বাই চলচ্চিত্রের সুপার স্টার আমির খানের বক্তব্যে উচ্চারিত হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মিয়ানমারের রাখাইনে যা ঘটেছে এবং রোহিঙ্গা মুসলমানদের যে দুর্দশা তাতে আমার বুক ভেঙে গেছে। বিশ্বের যেকোনো জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যেকোনো জায়গায় এ ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয় তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।’ এটাই মানবতা। স্বার্থের ঊর্ধ্বে ওঠে কখনো কখনো তো মানবতার জন্য দাঁড়াতে হয়। আজ হয়তো আমি বিপদে পড়েছি, কাল তো আপনার কপালেও এর চেয়ে বড় বিপদ আসতে পারে। এই উপলব্ধি আজ যদি পিনাক রঞ্জন কিংবা ভারতীয় প্রশাসনের মধ্যে জাগ্রত হতো তাহলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। নরেন্দ্র মোদি দৌড়ে মিয়ানমার যেতেন না, পিনাক রঞ্জনও বাংলাদেশকে এমন খোঁচা দিতেন না। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখতেন। তবুও আমরা আশা করব ভারতের শুভবুদ্ধির উদয় হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত বাধা হয়ে দাঁড়াবে না।

লেখক : সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব

http://m.dailynayadiganta.com/detail/news/259404
 
.
Bangladesh, China sign framework agreement to arrange funds for energy project
Aminur Rahman Rasel
Published at 01:59 PM October 29, 2017
bigstock-Lawyer-Working-With-Agreement-176816431-690x450.jpg

Representational image of the signing of an agreement BigStock
Kazi Shofiqul Azam, Economic Relations Division (ERD) secretary and Chinese Ambassador to Bangladesh Ma Mingqiang signed the agreement on behalf of their respective side
Bangladesh has signed a framework agreement with China to arrange funds of Tk4293.12 crore to install a single-point mooring (SPM) at Sonadia island and two 220km-long pipelines to connect the SPM with Chittagong’s Eastern Refinery Limited.

An SPM facilitates the transfer of crude oil from mother vessels to offshore tanks and then to onshore tanks.

Kazi Shofiqul Azam, secretary of Economic Relations Division (ERD) and Chinese Ambassador to Bangladesh Ma Mingqiang signed the agreement on behalf of their respective sides at the ERD office in Dhaka on Sunday.

ERD Deputy Secretary AKM Matiur Rahman told the Dhaka Tribune: “After the framework agreement this week, the loan agreement will be signed between ERD and Chinese Exim Bank.”

On December 8, 2016, the state-owned Bangladesh Petroleum Corporation (BPC) signed a Tk5,426.26 crore deal with China’s state-owned oil pipeline contractor China Petroleum Pipeline Bureau CPPB to install an SPM.

Chinese Exim Bank will provide Tk 4293.12 crore and Bangladesh will arrange Tk1021.19 crore while the BPC will invest the remaining Tk111.95 crore.

The CPPB will set up the project as the EPC (engineering, procurement and construction) contractor.

Funding for Bangladesh’s first SPM was scheduled to be arranged by June and the project was scheduled to be completed by 2020.

The project’s main objective is to ensure the unloading of imported crude oil in a more efficient and time-saving manner.

BPC initiated the SPM project five years ago to handle the transfer of crude oil from Kutubdia to Patenga.

With installation of the SPM, Bangladesh Petroleum Corporation will be able to cut the oil-unloading period from 21 days to just nine, from a 20-ton lighter ship.

The CPPB will build the SPM as well as the pipelines that will connect the SPM with Chittagong’s Eastern Refinery Limited.

Currently, Bangladesh Petroleum Corporation imports crude and refined petroleum from the Middle-East and other countries through Chittagong Port. Large oil tankers unload crude oil to lighter vessels, which carry it to Eastern Refinery for distillation.
http://www.dhakatribune.com/banglad...ework-agreement-arrange-funds-energy-project/
 
. .
Back
Top Bottom