খবর
> সমগ্র বাংলাদেশ
গ্রেপ্তার রোহিঙ্গাদের নিয়ে অভিযান, অস্ত্র উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-01-10 10:29:58.0 BdST Updated: 2017-01-10 15:34:35.0 BdST
কক্সবাজারে গ্রেপ্তার দুই রোহিঙ্গাকে নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ে অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র উদ্ধারসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
RELATED STORIES
মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান।
এর আগে সোমবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে রোহিঙ্গা খাইরুল আমিন বড় ও মাস্টার আবুল কালাম আজাদকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করে র্যাব। তাদের নিয়ে অভিযান চালিয়ে হাসান নামে আরও একজনকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা আশেকুর বলেন, “গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের স্বীকারোক্তিমতে সোমবার রাত থেকে র্যাব সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন পাহাড়ে অভিযান চালায়।”
বেলা ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের থমব্রুর গহিন পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান।
র্যাব সদস্যরা পাহাড়ের গর্তে লুকিয়ে রাখা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র দেখান সাংবাদিকদের।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি, ছয়টি ম্যাগজিন, দেশে তৈরি পাঁচটি বন্দুক, একটি চাইনিজ রাইফেল ও দুটি এম-টু চাইনিজ রাইফেল, ১৮৯ রাউন্ড এসএমজির গুলি, ২৬ রাউন্ড দেশি বন্দুকের কার্তুজ।
গত বছর ১৩ মে ভোরের দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার মুচনী এলাকায় আনসার ক্যাম্পে হামলায় গুলিতে মারা যান কমান্ডার আলী হোসেন (৫৫)। লুট হয় আনসার সদস্যদের আগ্নেয়াস্ত্র ও গুলি।
এর পরদিন অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন।
সোমবার গ্রেপ্তার খাইরুল আমিন ওই ঘটনার অন্যতম হোতা বলে র্যাবের দাবি।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
Background: An Ansar camp was attacked in early May 2016 - during which a cache of weapons was stolen and a member tragically killed
Original Story: http://www.thedailystar.net/country/teknaf-ansar-camp-comes-under-attack-1-killed-1223215
After a long wait the killers were apprehended today. The killers were ungrateful Rohingyas terrorists living in the refugee camps Bangladesh has been so kind to provide.
Amongst the weapons recovered were -
1 SMG
1 Chinese rifle
2 Chinese M2 rifle
> সমগ্র বাংলাদেশ
গ্রেপ্তার রোহিঙ্গাদের নিয়ে অভিযান, অস্ত্র উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-01-10 10:29:58.0 BdST Updated: 2017-01-10 15:34:35.0 BdST
কক্সবাজারে গ্রেপ্তার দুই রোহিঙ্গাকে নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ে অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র উদ্ধারসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
RELATED STORIES
মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান।
এর আগে সোমবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে রোহিঙ্গা খাইরুল আমিন বড় ও মাস্টার আবুল কালাম আজাদকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করে র্যাব। তাদের নিয়ে অভিযান চালিয়ে হাসান নামে আরও একজনকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা আশেকুর বলেন, “গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের স্বীকারোক্তিমতে সোমবার রাত থেকে র্যাব সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন পাহাড়ে অভিযান চালায়।”
বেলা ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের থমব্রুর গহিন পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান।
র্যাব সদস্যরা পাহাড়ের গর্তে লুকিয়ে রাখা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র দেখান সাংবাদিকদের।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি, ছয়টি ম্যাগজিন, দেশে তৈরি পাঁচটি বন্দুক, একটি চাইনিজ রাইফেল ও দুটি এম-টু চাইনিজ রাইফেল, ১৮৯ রাউন্ড এসএমজির গুলি, ২৬ রাউন্ড দেশি বন্দুকের কার্তুজ।
গত বছর ১৩ মে ভোরের দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার মুচনী এলাকায় আনসার ক্যাম্পে হামলায় গুলিতে মারা যান কমান্ডার আলী হোসেন (৫৫)। লুট হয় আনসার সদস্যদের আগ্নেয়াস্ত্র ও গুলি।
এর পরদিন অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন।
সোমবার গ্রেপ্তার খাইরুল আমিন ওই ঘটনার অন্যতম হোতা বলে র্যাবের দাবি।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
Background: An Ansar camp was attacked in early May 2016 - during which a cache of weapons was stolen and a member tragically killed
Original Story: http://www.thedailystar.net/country/teknaf-ansar-camp-comes-under-attack-1-killed-1223215
After a long wait the killers were apprehended today. The killers were ungrateful Rohingyas terrorists living in the refugee camps Bangladesh has been so kind to provide.
Amongst the weapons recovered were -
1 SMG
1 Chinese rifle
2 Chinese M2 rifle